গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে রাজবাড়ীতে সাংবাদিকদের মানববন্ধন।
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদ, দোষীদের দ্রুত বিচার ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে জেলায় জেলায় মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
শনিবার এসব কর্মসূচিতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। এ সময় তারা বলেন, স্বাধীনতার পর থেকে দেশে অনেক সাংবাদিক হত্যার ঘটনা ঘটেছে। যদি এসব ঘটনার দৃষ্টান্তমূলক বিচার হত তাহলে হয়ত সাংবাদিক তুহিনকে আজ প্রাণ দিতে হত না।
সাংবাদিকরা তুহিন ছাড়াও সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যার বিচার দাবি করেন। তারা তুহিন হত্যার বিচারকাজ দ্রুত বিচার টাইব্যুনালে করার দাবি জানিয়ে বলেন, এই ঘটনার নেপথ্যে থেকে যারা খুনিদের মদদ দেয় তাদেরও গ্রেপ্তার করতে হবে।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে গাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে (৩৮)। এ ঘটনায় শনিবার পর্যন্ত মোট সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার ছিলেন। তিনি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে। তিনি স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
জিএমপির বাসন থানার ওসি শাহীন খান জানান, সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় বাসন থানায় দুটি মামলা হয়েছে। একটি মামলার বাদী হয়েছেন তুহিনের বড় ভাই মো. সেলিম। অপর একটি মামলার বাদী, তুহিন হত্যার আগে সংগঠিত আরেকটি হামলার ঘটনায় আহত বাদশা মিয়ার ভাই। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।
শুক্রবার সকালে নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের মরদেহের ময়নাতদন্ত গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে সম্পন্ন হয়েছে।
জুমার নামাজের পর গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকার যেখানে তাকে হত্যা করা হয়, সেখানেই ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে। পরে ময়মনসিংহে গ্রামের বাড়িতে তার দাফন সম্পন্ন হয়।
বিভিন্ন জেলা থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-
চাঁদপুর
সাংবাদিক তুহিনকে কুপিয়ে ও গলা কেটে হত্যার দ্রুত বিচারের দাবিতে চাঁদপুরের সর্বস্তরের সাংবাদিকদের অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার বেলা ১১টায় চাঁদপুর প্রেস ক্লাব প্রাঙ্গণে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি রহিম বাদশার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাদের পলাশের সঞ্চালনায় এতে বক্তব্য দেন সাংবাদিক বি এম হান্নান, শাহাদাত হোসেন শান্ত, সোহেল রুশদী, লক্ষণ চন্দ্র সূত্রধর, মির্জা জাকির, আল-ইমরান শোভন, আবদুল আউয়াল রুবেল, মোশারফ হোসেন লিটন, মোরশেদ আলম রোকন, তালহা জুবায়ের ও আল আমিন ভুঁইয়া।
মানববন্ধনে প্রেস ক্লাব ছাড়া টেলিভিশন সাংবাদিক ফোরাম, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও চাঁদপুর সাংবাদিক সমবায় সমিতি লিমিটেডের নেতাকর্মীরা অংশ নেন।
এতে আরও বক্তব্য দেন টেলিভিশন সংবাদিক ফোরামের সভাপতি রিয়াদ ফেরদৌস, ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশেনর ভারপ্রাপ্ত সভাপতি এস এম সোহেল, সাধারণ সম্পাদক শাওন পাটওয়ারী, সাংবাদিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. মাসুদ আলম ও কোষাধ্যক্ষ সালাহউদ্দিন।
ফরিদপুর
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফরিদপুর প্রেস ক্লাবের উদ্যোগে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে প্রেস ক্লাবের সামনে মুজিব সড়কে এ কর্মসূচি থেকে সাংবাদিক হত্যা, নির্যাতন ও হামলা-মামলার প্রতিবাদ এবং নিরাপত্তার দাবি জানানো হয়।
ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে কর্মসূচিতে আরও বক্তব্য দেন সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল, শফিকুল ইসলাম মনি, আসাদুজ্জামান দুলাল, সঞ্জীব দাস, শেখ মনির হোসেন, শেখ সাইফুল ইসলাম অহিদ, মাসুদুর রহমান তরুণ।
এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সত্য ঘটনা প্রকাশ করলে গণমাধ্যম কর্মীদের উপর হামলা-নির্যাতন ও মামলা দেওয়া হয়। তুহিন হত্যাকাণ্ডের নেপথ্যের সবাইকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।
জামালপুর
তুহিন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং দেশব্যাপী সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছে জামালপুর প্রেস ক্লাব।
দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে শনিবার দুপুরে জামালপুর প্রেস ক্লাব রোডে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জামালপুর প্রেস ক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সাংবাদিক বজলুর রহমান ও জাকারিয়া জাহাঙ্গীর।
জামালপুর প্রেস ক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা বলেন, জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি বকশিগঞ্জের সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাবু আদালত থেকে জামিন নিয়ে প্রকাশ্য ঘুরছেন। হত্যা মামলায় জামিন নিলেও নাশকতা মামলার আসামি বাবু প্রকাশ্য ঘুরছেন।
মাদারীপুর
তুহিন হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মাদারীপুরের কালকিনিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে কালকিনি ও ডাসার উপজেলার সাংবাদিকরা সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করে।
এ সময় উপস্থিত ছিলেন যুগান্তরের এইচ এম মিলন, জ্যেষ্ঠ সাংবাদিক খন্দকার শামীম হোসেন, জনকন্ঠের মো. জাফরুল হাসান, রূপালী বাংলাদেশের নাসিরউদ্দিন ফকির লিটন, আনন্দ টিভির ম ম হারুর অর-রশিদ, মাই টিভির জিয়াউদ্দিন লিয়াকত, দৈনিক সংবাদের আশরাফুর রহমান হাকিম, স্বদেশ প্রতিদিনের সাহাদত হোসেন ওয়াসিম, আবির হাসান পারভেজ, একুশে টিভির রকিবুজ্জামান, এশিয়ান টিভির শাহ জালাল, চ্যানেল এস টিভির ইব্রাহিম সবুজ, আজাদ হোসেন, বেলায়েত হোসেন, আজাহার উদ্দিন, মাাসুম হোসেন, সৈয়দ শামিম, মাসুদ ও ইমরান।
নওগাঁ
গাজীপুরে তুহিন হত্যা এবং দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সাংবাদিক আনোয়ার হোসেনকে ইট দিয়ে মাথা থেঁতলে দিয়ে হত্যাচেষ্টার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে।
শনিবার সকাল ১০টায় মুক্তির মোড়ে নওগাঁ জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্য জোটের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
জোট সভাপতি সাদেকুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ শেষে মুক্তির মোড় থেকে নওজোয়ান মাঠের গেইট পর্যন্ত বিক্ষোভ মিছিল হয়।
সমাবেশে বক্তব্য দেন জোটের সাধারণ সম্পাদক মাহমুদুন নবী বেলাল, সময় টেলিভিশনের এম আর রকি, ডিবিসি নিউজের এ কে সাজু, এশিয়ান টেলিভিশনের রাশেদুজ্জামান রাশেদ, সাংবাদিক ফজলে রাব্বী, গৌতম কুমার, মাহবুব আলম রানা, রুহুল আমিন, সবুজ হোসেন, এনামুল কবির, মুজাহিদ হোসেন।
বক্তারা বলেন, সাংবাদিকরা গণমানুষের কণ্ঠস্বর তুলে ধরেন। অথচ তাদেরকেই বারবার আক্রমণের শিকার হতে হচ্ছে। এর বিরুদ্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে।
সমাবেশ থেকে সাংবাদিক সুরক্ষা আইন দ্রুত প্রণয়ন, সারা দেশে সাংবাদিকদের উপর হামলার বিচার এবং তুহিন হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আহ্বান জানানো হয়।
রাজবাড়ী
তুহিন হত্যার প্রতিবাদে এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে রাজবাড়ীর সাংবাদিকরা।
জেলায় কর্মরত সাংবাদিকদের ব্যানারে শনিবার বেলা সাড়ে ১১টায় রাজবাড়ী প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি হয়।
এর আগে রাজবাড়ী প্রেস ক্লাবের আয়োজনে সকাল সাড়ে ১০টায় প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়।
মানববন্ধনে বক্তারা, তুহিন হত্যায় জড়িতদের দ্রুত শাস্তি নিশ্চিত করাসহ সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও নির্যাতন বন্ধের দাবি জানান।
এতে বক্তব্য দেন রাজবাড়ী প্রেস ক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরণ, সাবেক সভাপতি খান মোহাম্মদ জহুরুল হক, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেন, রাজবাড়ী জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শৈমিত্র শীল।
রাজশাহী বিশ্ববিদ্যালয়
তুহিন হত্যার প্রতিবাদ ও বিচার নিশ্চিতে চার দফা জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা।
শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে এসব দাবি জানান।
দাবিগুলো হলো- দ্রুত সময়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচার নিশ্চিত, তুহিনের পরিবারের দায়িত্ব নেওয়া, সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে বাঁধা দেওয়ার শাস্তিস্বরূপ সর্বোচ্চ আইন প্রণয়ন এবং গণঅভ্যুত্থানে নিহত ও আহত হওয়া সাংবাদিকদের তালিকা প্রস্তুত।
মানববন্ধনে দেন রাবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও চ্যানেল ২৪ প্রতিনিধি সোহাগ আলী, সাধারণ সম্পাদক আলজাবের আহমেদ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আরিফ উজ জামান কোরবান, রাবি সাংবাদিক সমিতির সভাপতি ইরফান তামিম, সাধারণ সম্পাদক ও প্রথম আলো প্রতিনিধি সাজিদ হোসেন, রাবি প্রেসক্লাবের সভাপতি ও জাগোনিউজ প্রতিনিধি মনির হোসেন মাহিন, সিনিয়র সহসভাপতি সৈয়দ সাকিব, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এম. শামিম।
এ সময় তিন সাংবাদিক সংগঠনের অর্ধশতাধিক সদস্য উপস্থিত ছিলেন।
সাতক্ষীরা
তুহিন হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন হয়েছে সাতক্ষীরায়।
শনিবার বেলা ১১টায় শহরের শহীদ সাংবাদিক আলাউদ্দিন চত্বরে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জ্যেষ্ঠ সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, মমতাজ আহমেদ বাপ্পী, রামকৃষ্ণ চক্রবর্তী, সাংবাদিক বেলাল হোসেন।
সাংবাদিকরা দ্রুত সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবি করেন। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
নরসিংদী
তুহিন হত্যার প্রতিবাদ, দোষীদের বিচার এবং সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে নরসিংদীতে মানববন্ধন করেছেন সাংবাদিকরা।
শনিবার সকালে নরসিংদী প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
নরসিংদীসহ সারাদেশের সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে সাংবাদিক সুরক্ষা আইনের যথাযথ বাস্তবায়ন দাবি করা হয় মানবন্ধনে।
নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মোবারক হোসেন বক্তব্য দেন।
ময়মনসিংহ
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মানববন্ধন হয়েছে। উপজেলা প্রেস ক্লাবের আয়োজনে শনিবার দুপুরে উপজেলা পরিষদের সামনে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে এ মানববন্ধন হয়।
ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক মানবকণ্ঠ প্রতিনিধি জাহিদ হাসানের সভাপতিত্বে এবং সাংবাদিক ফয়সল আহমেদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন দৈনিক ভোরের কাগজ উপজেলা প্রতিনিধি ম. সেলিম, দৈনিক ভোরের পাতা প্রতিনিধি হাবিবুর রহমান, দৈনিক দেশের কণ্ঠের মুর্শেদুল কবির রিপন, দৈনিক ঢাকা প্রতিদিন প্রতিনিধি ও প্রতিদিনের কাগজের নিজস্ব প্রতিবেদক উবায়দুল্লাহ রুমি।
এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আলোকিত বাংলাদেশ প্রতিনিধি মো. ইসহাক, দৈনিক বিডি২৪ লাইভ প্রতিনিধি আব্দুল কাদির, দৈনিক আমার বার্তা প্রতিনিধি শাহ আলম কৌশিক, দৈনিক সময়ের কাগজ প্রতিনিধি মাহবুবুল আলম সোহাগ, দৈনিক জবাবদিহি প্রতিনিধি আসাদুল্লাহ হাদিস, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি হুসাইন মোহাম্মদ তারেক, দৈনিক বাংলাবাজার পত্রিকা প্রতিনিধি মাহমুদুল হক শুভ, দৈনিক পাঞ্জেরি প্রতিনিধি ফয়সাল আহমেদ শাকিল, দৈনিক যুগের কণ্ঠস্বর প্রতিনিধি মো. আমিনুল ইসলাম, দৈনিক নিউজ ওয়াচ বিডি প্রতিনিধি মো. আশরাফুল আলম।
বিষয় : ঢাকা জেলা সাংবাদিক তুহিন হত্যা ঢাকা বিভাগ
সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন
যোগাযোগ: +880244809006
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2025 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
