× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিওয়াইএলসিতে ২০২৫ স্নাতকোত্তর অনুষ্ঠিত

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২৭ জুলাই ২০২৫, ০১:৪০ এএম । আপডেটঃ ২৮ জুলাই ২০২৫, ১০:৫২ এএম

ছবি: সংগৃহীত

লালমাটিয়া সরকারি মহিলা কলেজ ‘বিল্ডিং ব্রিজেস থ্রু লিডারশিপ ট্রেনিং (বিবিএলটি) এর ৪৩ ও ৪৯তম ব্যাচের শিক্ষার্থীদের স্নাতকোত্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

শনিবার (২৬ জুলাই) রাজধানীর মহাখালীতে নেদারল্যান্ডসের দূতাবাসের পৃষ্ঠপোষকতায় প্রোগ্রামগুলো বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারে (বিওয়াইএলসি) ইংরেজি, বাংলা মাধ্যম ও মাদ্রাসার মোট ৯৪ জন শিক্ষার্থীকে সাত সপ্তাহব্যাপী বিবিএলটি ও চার সপ্তাহব্যাপী বিবিএলটিজের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ প্রশিক্ষণ গুলোতে স্নাতকরা তাদের সমালোচনামূলক চিন্তাভাবনা, জলবায়ু পরিবর্তন, নিরাপদ নগরী ও নাগরিক দায়িত্বশীলতা নিয়ে ১৩টি কমিউনিটি সার্ভিস প্রকল্প বাস্তবায়ন করে। এরমধ্যে পাঁচটি প্রকল্প বিস্তৃতির জন্য ৫০,০০০ টাকা করে অর্থায়ন পেয়েছে।

অনুষ্ঠানে বিওয়াইএলসি’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী চেয়ারপার্সন ইজাজ আহমদ বলেন, একটি উন্নত বাংলাদেশ গড়তে তরুণদের দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। চলমান জুলাইয়ের প্রেক্ষাপটে নতুন বাংলাদেশ গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এখন। 

বিওয়াইএলসি’র নির্বাহী পরিচালক তাহসিনাহ আহমেদ বলেন, স্নাতকদের জন্য প্রকৃত যাত্রা এখন শুরু হলো—যেখানে তারা বাস্তব জীবনে নেতৃত্ব প্রশিক্ষণের প্রয়োগ ঘটিয়ে দেশ গঠনে ভূমিকা রাখবে। 

উল্লেখ্য, ২০০৯ সাল থেকে বিওয়াইএলসি বিবিএলটি এবং বিবিএলটিজে প্রোগ্রামের মাধ্যমে ৮,০০০-এরও বেশি স্নাতক তৈরি করেছে, যারা দেশের বিভিন্ন প্রেক্ষাপট থেকে এসে সহানুভূতি, সহনশীলতা এবং নেতৃত্বের চর্চা করছে এবং সরকারি, বেসরকারি ও নাগরিক সমাজের বিভিন্ন খাতে কর্মসংস্থান ও উদ্যোক্তা সুযোগের সঙ্গে যুক্ত হচ্ছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.