সাতক্ষীরায় স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে নিজের দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া ছেলে আরিফ বিল্লাহকে হত্যা করে আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় ইয়াসিন আলী তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১৭ জানুয়ারি) সাতক্ষীরার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জিয়াউর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন।
অভিযুক্ত ইয়াসিন সাতক্ষীরা সদরের ধলবাড়িয়া গ্রামের মৃত নূর ইসলামের ছেলে।
মামলার তদন্ত কর্মকর্তা সাতক্ষীরা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) অভিক বড়াল আসামি ইয়াসিনকে জিজ্ঞাসাবাদের জন্য গত ৭ জানুয়ারি সাতক্ষীরা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ডের আবেদন করেন। বুধবার শুনানি শেষে আদালত মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদন বিবেচনা করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ৫ জানুয়ারি ভোররাতে সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়নের ধলবাড়িয়া গ্রামের সরকারি আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে ছেলে আরিফ বিল্লাহকে হত্যা করে আগুন দেন বাবা ইয়াসিন আলী। এ ঘটনায় পুলিশ ওই দিনই ইয়াসিন আলীকে গ্রেপ্তার করে।