× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হাসপাতালে বদরুদ্দীন উমর

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২৬ জুলাই ২০২৫, ০১:৪০ এএম । আপডেটঃ ২৬ জুলাই ২০২৫, ০১:৪৫ এএম

বদরুদ্দীন উমর। ফাইল ছবি

বিশিষ্ট মার্ক্সবাদী-লেনিনবাদী রাজনীতিক ও তাত্ত্বিক বদরুদ্দীন উমরের শারীরিক অবস্থা উন্নতির দিকে হলেও এখনও হাসপাতালেই চিকিৎসাধীন আছেন। 

শুক্রবার রাত ১১টার দিকে ফয়জুল হাকিম জানান, তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।

শ্বাসকষ্ট ও রক্তচাপ কমে যাওয়ায় মঙ্গলবার ভোরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) রেখে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছিল।

ফয়জুল হাকিম বলেন, "ওনার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। বৃহস্পতিবার কেবিনে দেওয়া হয়েছে। আশা করি দ্রুতই সুস্থ হয়ে বাসায় ফিরতে পারবেন।"

ঢাকা বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে পেশাজীবন শুরু করা বদরুদ্দীন উমর পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা করেন।

বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি এবং গণতান্ত্রিক বিপ্লবী জোটের কেন্দ্রীয় সমন্বয়কারী ছিলেন তিনি।

এক সময় পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটিতে ছিলেন বদরুদ্দীন উমর। ২০০৩ সালে তিনি জাতীয় মুক্তি কাউন্সিল নামে একটি সংগঠন গড়ে সভাপতির দায়িত্ব নেন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.