× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

খুলনায় সাবেক যুবদল নেতাকে মাথায় গুলি, মৃত্যু নিশ্চিতে পায়ের রগ কাটলো দুর্বৃত্তরা

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১১ জুলাই ২০২৫, ১৯:৫৪ পিএম । আপডেটঃ ১১ জুলাই ২০২৫, ১৯:৫৫ পিএম

দৌলতপুর থানা যুবদলের সাবেক সহসভাপতি মাহবুবুর রহমান মোল্লা।

খুলনা নগরীতে গুলি করে ও রগ কেটে যুবদলের সাবেক এক নেতাকে হত্যা করা হয়েছে।

শুক্রবার বেলা দেড়টার দিকে পশ্চিম মহেশ্বরপাশা এলাকায় ওই নেতার বাসার সামনে এ ঘটনা ঘটে বলে দৌলতপুর থানার ওসি মীর আতাহার আলী জানান।

নিহত মাহবুবুর রহমান মোল্লা (৩৮) দৌলতপুর থানা যুবদলের সাবেক সহসভাপতি এবং মহেশ্বরপাশা পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা আব্দুল করিম মোল্লার ছেলে।

স্থানীয় বাসিন্দাদের বরাতে ওসি বলেন, বাসার সামনে নিজের প্রাইভেট কার পরিষ্কার করছিলেন মাহবুবুর। এ সময় একটি মোটরসাইকেলে তিনজন এসে তাকে গুলি এবং দুই পায়ের রগ কেটে হত্যা করে। মোটরসাইকেলে একজন হেলমেট পরা থাকলেও অপর দুজনের মাথায় হেলমেট ছিল না।

স্থানীয়রা গুরুতর অবস্থায় মাহবুবুরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তার মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে।

খুলনা মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, “আমরা ঘটনাস্থল থেকে পাঁচটি গুলির খোসা উদ্ধার করেছি। তার মাথা ও শরীরের বিভিন্ন অংশে গুলি লাগে। এরপর মৃত্যু নিশ্চিত করার জন্য রগ কেটে দেওয়া হয়।

“এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে আমরা প্রাথমিকভাবে মনে করছি। ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন, এমন ব্যক্তিদের নাম আমরা পেয়েছি। সেটা যাচাই-বাছাই করা হচ্ছে।”

১৮ ফেব্রুয়ারি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি বন্ধকে ঘিরে দফায় দফায় সংঘর্ষ এবং পাল্টাপাল্টি ধাওয়ায় শতাধিক মানুষ আহত হয়। ওই সংঘর্ষের সময় রামদা হাতে দাঁড়িয়ে থাকা অবস্থায় যুবদল নেতা মাহবুবুর রহমানের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরের দিন মাহবুবুরকে বহিষ্কার করে যুবদল।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.