× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পিএসসি’র সংস্কার চেয়ে শাহবাগে অবস্থান

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০৪ জুলাই ২০২৫, ১৮:৩০ পিএম । আপডেটঃ ০৪ জুলাই ২০২৫, ২১:৫৩ পিএম

ছবি: সংগৃহীত

সরকারি কর্ম কমিশন (পিএসসি) সংস্কারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে ‘ব্লকেড’ কর্মসূচি পালন করছেন চাকরিপ্রত্যাশী ও শিক্ষার্থীরা। এতে শাহবাগ মোড়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

শুক্রবার বিকেলে ছাত্র সমাবেশের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে এসে আন্দোলনকারীরা শাহবাগে অবস্থান নেন।

এ সময় তারা ‘পিএসসির কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘সংস্কার সংস্কার, পিএসসি সংস্কার’, ‘ইন্টেরিম না রাজপথ, রাজপথ রাজপথ’সহ নানা স্লোগান দিতে থাকেন। আন্দোলনকারীরা বলেন, ৪৪, ৪৫ ও ৪৬তম বিসিএসের প্রশ্নফাঁসের কথা সবাই জানে। তবু সরকার কার্যত কোনো সমাধান সরকার করতে পারেনি। তারা এসব পরীক্ষার ফলাফলের সঙ্গে প্রিলি, রিটেন ও ভাইভার নম্বরও চান।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত তারা শাহবাগে অবস্থান করছিলেন। পুলিশ সদস্যরা যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছেন।

বিষয় : পিএসসি

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.