পাবনার ঈশ্বরদীতে পূর্ব শত্রুতার জের ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একজনকে কুপিয়ে গুরুতর জখমের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাতে উপজেলার লক্ষীকুণ্ডা চরকুরুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই ব্যক্তির নাম বাবলু সরদার। তিনি এলাকার মৃত আফালত সরদারের ছেলে।
খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকালে কাজের উদ্দেশ্যে বাবলু সরদার বাড়ি থেকে বের হয়ে নসিরুলের ঘাট এলাকায় পৌঁছালে অতর্কিত ৬-৭ জন দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।
বাবলু সরদার অভিযোগ করে বলেন, লক্ষীকুণ্ডা ইউনিয়ন পরিষদের সদস্য আসাদুলের ভাই আকুব্বরের নেতৃত্বে হামলা করা হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় আহত বাবলু সরদারের ভাতিজা হারুন সরদার বাদী হয়ে ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ করেছেন।
এদিকে এই ঘটনায় পর মধ্যরাতে আহত বাবলু সরদারের লোকজন স্থানীয় ইউপি সদস্য তরিকুল ইসলামের অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ উঠেছে। ইউপি সদস্য তরিকুল ইসলাম বলেন, আসাদুল মেম্বারের ভাইদের সঙ্গে কি ঘটনা ঘটেছে তার সূত্র ধরে রাতে আমার অফিসটি পুড়িয়ে দেওয়া হয়েছে। আমিও থানায় লিখিত অভিযোগ করেছি।
তবে অফিস পোড়ানোর অভিযোগ অস্বীকার করেছেন আহত বাবলুর সরদারের ভাই সাহাবুল সরদার। তিনি বলেন, বিষয়টিকে ভিন্নখাতে নিতে অভিযুক্তরা ষড়যন্ত্র করছে। ঘরে অগ্নিসংযোগের সঙ্গে আমাদের কেউ সম্পৃক্ত নয়।
ঈশ্বরদী থানার ওসি রফিকুল ইসলাম ঘটনা নিশ্চিত করে বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ এখনো ঘটনাস্থলে রয়েছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।