× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্রয়াত শ্রমিক দল নেতার পরিবারের পাশে ব্যারিস্টার সায়েম

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০৯ জুন ২০২৫, ১৮:৪৬ পিএম । আপডেটঃ ০৯ জুন ২০২৫, ১৮:৪৭ পিএম

ছবি: সংগৃহীত

নোয়াখালী জেলা শ্রমিক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক প্রয়াত আবু নাছের রাসেলের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা এবং বিএনপি মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার আবু সায়েম।

সোমবার (৯ জুন) দুপুরে নোয়াখালী পৌরসভার কলেজ রোড এলাকার প্রয়াত রাসেলের বাসায় যান তিনি। সেখানে রাসেলের স্ত্রী, কন্যা রাইসা, ভাই মো. রায়হানসহ পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে দেখা করে সমবেদনা জানান এবং বিএনপির পক্ষ থেকে পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

ব্যারিস্টার সায়েম বলেন, 'দলের নেতা-কর্মীরাই বিএনপির প্রাণশক্তি। কোনো দুঃসময়ে তারা একা নন। তাদের পাশে দল সবসময় ছিল, আছে এবং থাকবে।'

তিনি প্রয়াত রাসেলের কর্মময় রাজনৈতিক জীবনের কথা স্মরণ করেন এবং তার কন্যা রাইসার উজ্জ্বল ভবিষ্যতের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

এসময় তার সঙ্গে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৬ মে হঠাৎ ব্রেন স্ট্রোক করলে রাসেলকে ঢাকার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৪ বছর। তিনি স্ত্রী ও একমাত্র কন্যা রেখে গেছেন। আবু নাছের নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মরহুম আব্দুল মালেকের (বস মালেক) ছেলে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.