× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মে দিবসে বন্ধ থাকবে নবাবপুরের ব্যবসা-প্রতিষ্ঠান

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

৩০ এপ্রিল ২০২৫, ১৩:৫৩ পিএম । আপডেটঃ ৩০ এপ্রিল ২০২৫, ১৩:৫৩ পিএম

ছবি: সংগৃহীত

"মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস" উপলক্ষে আগামীকাল (১ মে) বৃহস্পতিবার সরকারি ছুটির দিনে নবাবপুরের ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয় ৷ 

বুধবার (৩০ এপ্রিল) নবাবপুর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক শহিদুল হক সহিদ এর সই করা এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে ৷ 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১৮৮৬ সালের ১লা মে আমেরিকার শিকাগো শহরের শ্রমিকরা দৈনিক ৮ ঘন্টা কাজের দাবিতে আন্দোলন করেন ৷ উক্ত আন্দোলন দমানোর জন্য শ্রমিকদের উপর নির্বিচারে গুলি করলে অসংখ্য শ্রমিক মারা যায় ৷ শ্রমিকদের আত্নহুতির ফলে দৈনিক ৮ ঘন্টা কাজের দাবি প্রতিষ্ঠিত হয় এবং আন্তর্জাতিকভাবে শ্রমিকদের স্মরণে দিবসটি মর্যাদার সাথে পালিত হয়ে আসছে ৷ 

এতে আরও বলা হয়, মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবসের মর্যাদা ও গুরুত্ব সমুন্নত রেখে উক্ত সরকারি ছুটির দিনে নবাবপুরের সম্মানিত দোকান মালিকরা আপনাদের নিজ নিজ ব্যবসা-প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে বন্ধ রাখার অনুরোধ করা হয় ৷

বিষয় : মে দিবস

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.