"মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস" উপলক্ষে আগামীকাল (১ মে) বৃহস্পতিবার সরকারি ছুটির দিনে নবাবপুরের ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয় ৷
বুধবার (৩০ এপ্রিল) নবাবপুর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক শহিদুল হক সহিদ এর সই করা এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে ৷
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১৮৮৬ সালের ১লা মে আমেরিকার শিকাগো শহরের শ্রমিকরা দৈনিক ৮ ঘন্টা কাজের দাবিতে আন্দোলন করেন ৷ উক্ত আন্দোলন দমানোর জন্য শ্রমিকদের উপর নির্বিচারে গুলি করলে অসংখ্য শ্রমিক মারা যায় ৷ শ্রমিকদের আত্নহুতির ফলে দৈনিক ৮ ঘন্টা কাজের দাবি প্রতিষ্ঠিত হয় এবং আন্তর্জাতিকভাবে শ্রমিকদের স্মরণে দিবসটি মর্যাদার সাথে পালিত হয়ে আসছে ৷
এতে আরও বলা হয়, মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবসের মর্যাদা ও গুরুত্ব সমুন্নত রেখে উক্ত সরকারি ছুটির দিনে নবাবপুরের সম্মানিত দোকান মালিকরা আপনাদের নিজ নিজ ব্যবসা-প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে বন্ধ রাখার অনুরোধ করা হয় ৷