বিয়ের প্রলোভন দেখিয়ে প্রায় ১২ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রবাসী জান্নাতুল ফেরদৌসের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করেছেন স্থানীয় মিজানুর রহমান লালন। এই ঘটনায় উভয় পরিবারের পক্ষ থেকেই একে অপরের বিরুদ্ধে পাল্টা অভিযোগ আনা হয়েছে।
মামলার বাদী মিজানুর রহমান লালনের অভিযোগ, প্রেমের সম্পর্ক থাকার সুবাদে পড়াশোনা, চিকিৎসা ও পারিবারিক সমস্যার কথা বলে জান্নাতুল তার কাছ থেকে ধাপে ধাপে মোটা অঙ্কের টাকা নিয়েছেন। লালনের দাবি, প্রতিশ্রুতি অনুযায়ী তাকে বিয়ে না করে জান্নাতুল গোপনে অন্য একজনকে বিয়ে করে বিদেশে চলে যান। এ বিষয়ে যোগাযোগ করা হলে তিনি আর কোনো সাড়া দেননি।
অন্যদিকে, জান্নাতুলের পরিবার লালনের সব অভিযোগ অস্বীকার করেছে। তাদের পাল্টা দাবি, রাজনৈতিক প্রভাব খাটিয়ে লালন দীর্ঘদিন ধরে জান্নাতুলকে জোর করে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন। জান্নাতুলের পরিবার জানায়, লালন একসময় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং বর্তমানে একটি রাজনৈতিক দলের পরিচয়ে তাদের বাড়িতে গিয়ে ভয়ভীতি দেখান ও গালিগালাজ করেন। এতে তাদের পারিবারিক শান্তি নষ্ট হচ্ছে এবং তারা আতঙ্কে দিন কাটাচ্ছেন।
স্থানীয়দের কয়েকজনও জান্নাতুলের পরিবারের অভিযোগকে সমর্থন করেছেন। তাদের মতে, রাজনৈতিক প্রভাবের কারণে লালনই এই পরিবারকে হয়রানি করছেন।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, লালনের দায়ের করা অভিযোগের ভিত্তিতে মামলা নং ৪৫/২০২৫ রুজু হয়েছে। তিনি বলেন, “অভিযুক্ত বর্তমানে বিদেশে রয়েছেন। আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। দেশে ফিরলেই তাকে আইনগত প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে।”