× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাংলাদেশে আন্তর্জাতিক উদ্যোক্তা বিশ্বকাপের ২০২৫ আনুষ্ঠানিক উদ্বোধন

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২৮ এপ্রিল ২০২৫, ১০:০৫ এএম । আপডেটঃ ২৮ এপ্রিল ২০২৫, ১০:০৬ এএম

ছবি: সংগৃহীত

দেশে নতুন উদ্যোক্তাদের আইডিয়া তুলে ধরা, গ্লোবাল বিনিয়োগকারী ও মেন্টরদের সঙ্গে নেটওয়ার্কিং স্থাপন এবং বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেমকে বিশ্বমানে পরিচিত করার লক্ষ্যে শুরু হয়েছে এন্ট্রপ্রেনিউরশীপ ওয়াল্ড কাপ বাংলাদেশ ২০২৫। 

সোমবার (২৮ এপ্রিল) বিকেলে রাজধানীর ধানমন্ডিতে ড্যাফোডিল প্লাজায় অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং গ্লোবাল অ্যান্ট্রেপ্রেনারশিপ নেটওয়ার্ক (জিইএন) বাংলাদেশ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- গ্লোবাল এন্ট্রেপ্রেনারশিপ নেটওয়ার্ক (জিইএন) বাংলাদেশ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. মো. সবুর খান। এন্ট্রপ্রেনিউরশিপ ওয়ার্ল্ড কাপ (ইডব্লিউসি) বিশ্বের অন্যতম বৃহৎ স্টার্ট-আপ পিচিং প্রতিযোগিতা, যেখানে অংশগ্রহণকারীরা তাদের উদ্ভাবনী ধারণা ও ব্যবসায়িক পরিকল্পনা উপস্থাপন করে ৩ মিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের পুরস্কার এবং বিনিয়োগ সুবিধা জয়ের সুযোগ পায়। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে আইডিয়া স্টেজ, আর্লি স্টেজ এবং গ্রোথ স্টেজ এ তিনটি ক্যাটাগরিতে স্টার্টআপদের নির্বাচন করা হবে।

গ্লোবাল এন্ট্রেপ্রেনারশিপ নেটওয়ার্ক (জিইএন) বাংলাদেশ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. মো. সবুর খান বলেন, ‘উদ্ভাবনই আগামী দিনের বাংলাদেশ গড়বে। আর এন্ট্রপ্রেনিউরশিপ ওয়ার্ল্ড কাপ হলো সেই স্বপ্নকে বাস্তবায়নের প্রথম ধাপ।’

অনুষ্ঠানে বক্তারা বলেন, এই বিশ্বকাপ বাংলাদেশি স্টার্ট-আপ ইকোসিস্টেমের জন্য একটি বিশাল সুযোগ, যেখানে উদ্যোক্তারা বিশ্বব্যাপী বিনিয়োগকারী, পরামর্শক ও প্রযুক্তি বিশেষজ্ঞদের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারবে।

গ্লোবাল এন্ট্রেপ্রেনারশিপ নেটওয়ার্ক (জিইএন) বাংলাদেশ, বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেড, নলেজ ভেইল এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনোভেশন এবং উদ্যোক্তাবৃত্তি বিভাগ এই আয়োজনের জাতীয় আয়োজক হিসেবে যুক্ত রয়েছে। এছাড়াও, মাইক্রোসফ, এনইওএম এবং মনশাত সহ অন্যান্য আন্তর্জাতিক অংশীদার প্রতিষ্ঠানের সমর্থন রয়েছে। আলোচনায় অংশগ্রহণকারীরা বিশ্ববিদ্যালয় পর্যায়ে সচেতনতামূলক ক্যাম্পেইন, সেমিনার এবং ওয়ার্কশপ আয়োজনের মাধ্যমে স্টার্ট-আপ চর্চা বাড়ানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তব্য দেন প্রথম আলোর ডিজিটাল ট্রান্সফরমেশন ও যুব কার্যক্রমের প্রধান সমন্বয়ক মুনির হাসান, ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ নুরুজ্জামান, বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শওকত হোসেন ও কেএম হাসান রিপন, ম্যানেজিং ডিরেক্টর (জেন বাংলাদেশ)।

এ সময় উপস্থিত ছিলেন জিইএন বাংলাদেশের সম্মানিত বোর্ড সদস্য, অংশীদার প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধি, স্টার্ট-আপ উদ্যোক্তারা এবং গণমাধ্যম ব্যক্তিত্বরা।

অনুষ্ঠানের শেষে এন্ট্রপ্রেনিউরশিপ ওয়ার্ল্ড কাপ-২০২৫ এর রেজিস্ট্রেশন এবং অংশগ্রহণের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করা হয়।

বিস্তারিত তথ্য ও রেজিস্ট্রেশনের জন্য ভিজিট করুন : www.genglobal.org/ewc

বাংলাদেশি অংশগ্রহণকারীরা নিম্নোক্ত ই-মেইলে যোগাযোগ করতে পারবে : [email protected]

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.