× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গাজায় গণহত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১১ এপ্রিল ২০২৫, ০৯:০৯ এএম । আপডেটঃ ১১ এপ্রিল ২০২৫, ০৯:০৯ এএম

ছবি: সংগৃহীত

গাজায় গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আজও রাজধানীতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটে এই বিক্ষোভ ও সমাবেশ হয়।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশসহ বেশকয়েকটি ইসলামী দল এই বিক্ষোভের আয়োজন করে। এ সময় সাধারণ মুসল্লিরাও ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভে যোগ দেয়।

বিক্ষোভকারীরা বলেন, গাজায় নির্বিচারে নারী ও শিশুদের হত্যা করা হচ্ছে। বিশ্ব মোড়লরা চুপ থেকে এই গণহত্যাকে সমর্থন দিচ্ছে। অবিলম্বে এই গণহত্যা বন্ধ করতে হবে। এ সময় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিও জানান তারা।

এছাড়াও, গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল হয়েছে। শুক্রবার সকালে নীলফামারীর চৌরঙ্গী মোড়ে ফিলিস্তিনের জনগণের ন্যায্য অধিকারের প্রতি সংহতি জানিয়ে গণ-আন্দোলন কর্মসূচি পালন করেছে ছাত্রজনতা। এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। এ সময় বিশ্বের মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তারা।

এদিকে, ঝালকাঠিতেও ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে জেলার কাঠালিয়ায় বিনাপানি বাজারে ‘তাওহীদি জনতার’ ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.