× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাজধানী ও আশপাশের অঞ্চলে কালবৈশাখী ঝড়

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০৬ এপ্রিল ২০২৫, ১৪:২২ পিএম । আপডেটঃ ০৬ এপ্রিল ২০২৫, ১৫:০৭ পিএম

রাজধানীতে কালবৈশাখীর সঙ্গে বজ্রপাতও হয়েছে। মোহাম্মদপুর এলাকার দৃশ্য। ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকা ও আশপাশের অঞ্চলে এলাকায় বজ্রপাতসহ কালবৈশাখী ঝড় বয়ে যাচ্ছে। আজ রোববার রাত দশটার দিকে কোথাও কোথাও ঝড় শুরু হয়। রাত সাড়ে এগারোটার দিকে ঝড় তীব্র হয়।

রাজধানীতে চলতি বছর এ পর্যন্ত এটাই বড় ঝড় ও বজ্রপাত হতে যাচ্ছে বলে জানান আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক। তিনি গণমাধ্যমকে বলেন, রাজধানী ও আশপাশের অঞ্চলে বজ্রপাতসহ কালবৈশাখী ঝড় বয়ে যাচ্ছে।

আবহাওয়া দপ্তর সূত্রে জানা যায়, ঘণ্টায় সর্বোচ্চ ৫১ কিলোমিটার বেগে কালবৈশাখী বয়ে যায়। বৃষ্টি হয়েছে ৯ মিলিমিটার।

চলতি এপ্রিল মাসের শুরু থেকেই দেশে বিভিন্ন স্থানে মাঝারি থেকে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে এরই মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড় হচ্ছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.