কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্তে মাইন বিস্ফোরণে মাছ শিকার করতে যাওয়া বাংলাদেশি এক জেলের ডান পা বিচ্ছিন্ন হয়ে উড়ে গেছে। আজ রোববার বেলা একটার দিকে সীমান্তের মিয়ানমারের অভ্যন্তরে তোতারদিয়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত জেলের নাম মোহাম্মদ ফিরোজ ওরফে ফিরোজ আলম (৩০)। তিনি টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আমতলী এলাকার মো. আলী আহমদের ছেলে।
গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন উখিয়া-৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন। তিনি বলেদন, আজ বেলা একটার দিকে শূন্য লাইন হতে আনুমানিক ১০০ গজ মিয়ানমারের অভ্যন্তরে তোতারদিয়া নামক স্থানে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে মোহাম্মদ ফিরোজ নামের একজন বাংলাদেশি জেলের পা বিচ্ছিন্ন হয়। পরে আশপাশের লোকজনের সহযোগিতায় তাঁকে উদ্ধার করে বিএম পোস্ট এলাকা দিয়ে বাংলাদেশে এনে চিকিৎসার জন্য উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালে ভর্তি করে তাঁর চিকিৎসা চলছে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একজন জনপ্রতিনিধি বলেন, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারের রাখাইন রাজ্যের বিভিন্ন এলাকায় সে দেশের সরকারি জান্তা বাহিনীর সঙ্গে স্বাধীনতাকামী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) টানা প্রায় ১১ মাস যুদ্ধ চলে। এর মধ্যে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপের বিপরীতে মিয়ানমারের নাইক্ষ্যংদিয়া পর্যন্ত এলাকা গত বছরের ৮ ডিসেম্বর দখলে নেয় আরাকান আর্মি। ওই সময় তারা বাংলাদেশ সীমান্তের বিভিন্ন স্থানে এসব স্থলমাইন পুঁতে রেখেছিল। এর পর থেকে বাংলাদেশি জেলেরা নাফ নদের বিভিন্ন অংশে মাছ শিকারে গেলে প্রায়ই মাইন বিস্ফোরণে আহত হচ্ছেন।