× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঈদের দ্বিতীয় দিনেও রেলে ঢাকা ছাড়ছে মানুষ

স্টাফ রিপোর্টার:

০১ এপ্রিল ২০২৫, ১২:০৯ পিএম । আপডেটঃ ০১ এপ্রিল ২০২৫, ১২:১০ পিএম

ছবি: সংগৃহীত

ঈদের দ্বিতীয় দিনও ঢাকা ছাড়ছেন অনেক মানুষ। মঙ্গলবার (১ এপিল) সকালে কমলাপুর রেলস্টেশনে দেখা যায়, যাত্রীরা ট্রেনের জন্য প্ল্যাটফর্মে টিকিট কেটে অপেক্ষা করছেন। তবে ছিল না যাত্রীদের ভিড়।

ঈদের দ্বিতীয় দিন ৪৬টি আন্তঃনগর ট্রেন চলবে। সকাল থেকে শিডিউল অনুযায়ী ট্রেন ছেড়ে যাচ্ছে। অনেকে ট্রেন ছাড়ার আগমুহূর্তে কাউন্টার থেকে টিকিট কিনে নিচ্ছেন। আজও স্ট্যান্ডিং টিকিট দেওয়া হয়েছে। ফলে অনেক যাত্রী সিট না পেয়ে দাঁড়িয়ে যাচ্ছেন।

যাত্রীদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কমলাপুর স্টেশনে অবস্থান করছেন। কাউকে সন্দেহ হলে তারা জিজ্ঞাসাবাদ করছেন। স্টেশনের সামনে সিএনজিচালিত অটোরিকশা ও গাড়ির কোনো লাইন দেখা গেলেও ভিড় বা যানজট চোখে পড়েনি।

কমলাপুর স্টেশনে দীর্ঘদিন কুলির কাজ করেন রফিকুল ইসলাম। তিনি বলেন, ঈদের পর যাত্রীদের চাপ কম থাকে। তাই রিল্যাক্সে আছি। গত কয়েকদিন অনেক চাপ ছিল। আজ যাত্রী আছে, তবে কম।

কমলাপুর রেলস্টেশনের কর্মকর্তা (স্টেশন মাস্টার) আনোয়ার হোসেন বলেন, ঈদে একদিন ছুটি ছিল। আজ সকাল থেকে আবার ট্রেন চলাচল শুরু হয়েছে। রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস, এগারো সিন্ধুর প্রভাতী, তিস্তা এক্সপ্রেস, মহানগর প্রভাতী, অগ্নিবীণাসহ বেশ কয়েকটি ট্রেন কমলাপুর ছেড়েছে। ট্রেনগুলোতে যাত্রী ছিল মোটামুটি। আবার ঢাকায় পৌঁছেছে উপকূল এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন।

বিষয় : ট্রেন ঈদ

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.