গতকাল মঙ্গলবার রাতে দৌলতদিয়া ঘাট থেকে রজনীগন্ধা ফেরি ৯টি গাড়ি নিয়ে পাটুরিয়া ঘাটের উদ্দেশে ছেড়ে আসে। কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে এটি মাঝ নদীতে নোঙর করে রাখা হয়। আজ সকালে পাটুরিয়া ৫ নম্বর ঘাটের কাছে একটি বাল্কহেড ফেরিটিকে ধাক্কা দিলে সেটি ডুবে যায়।
মানিকগঞ্জের পাটুরিয়ায় রজনীগন্ধা-৭ ডুবে যাওয়ার ঘটনায় পৃথক দুটি তদন্ত কমিটি করেছে জেলা প্রশাসন ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ- বিআইডব্লিউটিএ। আজ বুধবার দুপুরে এ তথ্য জানান মানিকগঞ্জের ডিসি রেহেনা আক্তার ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোস্তফা কামাল।
জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএর দুই কমিটিতেই পাঁচজন করে সদস্য রয়েছেন। এর মধ্যে জেলা প্রশাসনের তদন্ত কমিটির নেতৃত্বে আছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সানজিদা জেসমিন। সাত কার্যদিবসের মধ্যে কমিটি দুটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত ২০ জনকে জীবিত উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। এখন পর্যন্ত একজন নিখোঁজ থাকলেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও আরিচা ফায়ার স্টেশনের ডুবুরি ইউনিট সেখানে গিয়ে কাজ শুরু করে। ঢাকার সিদ্দিক বাজার থেকে আরো একটি ডুবুরি ইউনিট ঘটনাস্থলে যায়।
এদিকে ডুবে যাওয়া ফেরিটি উদ্ধারে ঘটনাস্থলে গিয়েছে উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তম। এছাড়া প্রত্যয় নামে আরেকটি উদ্ধারকারী জাহাজ সেখানে যাওয়ার উদ্দেশে রওনা হয়েছে।