বাঁ থেকে- সভাপতি নাজমুল ও সাধারণ সম্পাদক পলাশ। ছবি : সংগৃহীত
অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ (অ্যাপটেক) কার্যনির্বাহী পরিষদ (২০২৫-২৬) নির্বাচনে নাজমুল হুদা সভাপতি ও আবু বিন জুবায়ের পলাশ সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (২১ মার্চ) উত্তরার একটি রেস্তোরাঁয় ইফতার মহফিল ও কার্যনির্বাহী পরিষদের নির্বাচনের ফল ঘোষণা করা হয়।
অন্যান্য নির্বাচিতরা হচ্ছেন, জ্যেষ্ঠ সহসভাপতি আসাদুল্লাহ হিল গালিব, সহসভাপতি অনল ইবনে আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুদ্দিন সরদার, নারী কল্যাণবিষয়ক সম্পাদক আরেফিন মাহফুজা প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ বখতিয়ার হোসেন।
নবনির্বাচিত সভাপতি মোঃ নাজমুল হুদা বলেন, পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ – গৌরব ও ঐতিহ্যের শত বছর পেরোনো এক বিদ্যাপিঠের নাম। পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এদেশের বস্ত্র -প্রকৌশল শিক্ষার বাতিঘর। আমি এমন একটি প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন এর অংশ হতে পেরে সম্মানিত বোধ করছি। নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের বিশ্বাস ও সমর্থনের জন্য। আমাদের এই অ্যালাম্নাই অ্যাসোসিয়েশন শুধু একটি সংগঠন নয়, এটি আমাদের সবার ভালোবাসার, বন্ধুত্বের এবং স্মৃতির এক অনন্য বন্ধন। এই সংগঠনের মাধ্যমে আমরা একে অপরের পাশে দাঁড়াতে পারি, বর্তমান শিক্ষার্থীদের সহায়তা করতে পারি এবং আমাদের প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে অবদান রাখতে পারি। আমি আশা করি, আমরা সবাই মিলে হাতে হাত রেখে কাজ করবো এবং আমাদের অ্যালুমনি অ্যাসোসিয়েশনকে আরও কার্যকর, শক্তিশালী এবং সবার জন্য উপকারী করে তুলবো। আপনাদের সহযোগিতা ও দোয়া একান্ত কাম্য। পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এর বর্তমান শিক্ষার্থীরাই আগামীর বস্ত্র প্রকৌশলী , তাদের হাত ধরেই এগিয়ে যাবে ভবিষ্যতের বস্ত্র শিল্প। আজকের শিক্ষার্থীরাই আগামিতে পরিচালনা করবে , অ্যালাম্নাই অ্যাসোসিয়েশন অফ পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ (অ্যাপটেক) । পরিশেষে, আমি আবারও কৃতজ্ঞতা জানাই এই মহান দায়িত্ব আমাকে দেওয়ার জন্য। আসুন, একসঙ্গে কাজ করি, স্মৃতিকে ভালোবাসায় রূপ দিই, এবং আমাদের প্রতিষ্ঠানকে আরও সমৃদ্ধ করি। এগিয়ে যাক পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ , এগিয়ে যাক বাংলাদেশের বস্ত্রশিল্প ।
বিষয় : অ্যাপটেক
সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন
যোগাযোগ: +880244809006
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2025 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
