× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আরসার প্রধান আতাউল্লাহসহ ৬ জন গ্রেফতার, ১০ দিনের রিমান্ডে

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৮ মার্চ ২০২৫, ১১:১৯ এএম । আপডেটঃ ১৮ মার্চ ২০২৫, ১২:০৭ পিএম

ছবি: সংগৃহীত

মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ আরকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ আবু জুনুনী এবং তার ৫ জন সহযোগীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গতকাল সোমবার (১৭ মার্চ) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানায় র‍্যাব।

এরপর আজ মঙ্গলবার (১৮ মার্চ) তাদের নারায়ণগঞ্জ আদালতে নেয়া হয়। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা তাদের রিমান্ড আবেদন করেন। পরে শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দুই মামলায় তাদের ৫ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ জানায়, গত ১৭ মার্চ গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনার সময় সিদ্ধিরগঞ্জের একটি বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় নগদ ২১ লাখ ৩৯ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে পুলিশ বাদী হয়ে নাশকতার দুটি মামলা করে। গ্রেফতারকৃতদের দেশের বিভিন্ন এলাকায় নাশকতাসহ বিভিন্ন অপরাধের পরিকল্পনা ছিল বলেও জানায় পুলিশ।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.