চুরি করার পর গাড়িটি নিয়ে বারিধারা ডিওএইচএসের স্কুল গেট দিয়ে বেরিয়ে যাচ্ছেন ওই ব্যক্তি। ছবি: সংগৃহীত
রাজধানীর বারিধারা ডিওএইচএসের একটি সড়ক থেকে একটি গাড়ি চুরির ঘটনা ঘটেছে। ওই সড়কের অবস্থান স্বরাষ্ট্র উপদেষ্টার বাসা থেকে এক কিলোমিটারের মধ্যে বলে জানিয়েছেন চুরি হওয়া গাড়ির মালিক আতিকুল সালাম।
ভুক্তভোগী আতিকুল সালাম বলেন, ১২ মার্চ মধ্যরাতে এক ব্যক্তি বারিধারা ডিওএইচএস এলাকার ১২ নম্বর সড়ক থেকে গাড়িটি নিয়ে বারিধারা ডিওএইচএসের স্কুলগেট দিয়ে বেরিয়ে যান। এই এলাকার ১ নম্বর সড়কে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর বাসা। আর তাঁর গাড়িটি চুরি হয়েছে ১২ নম্বর সড়ক থেকে। ১ নম্বর সড়ক থেকে ১২ নম্বর সড়কের দূরত্ব এক কিলোমিটারের চেয়েও কম। বারিধারা ডিওএইচএস এলাকায় সব সময় কড়া নিরাপত্তা থাকে। অপরিচিত কেউ এই এলাকায় ঢুকতে গেলে নিরাপত্তাকর্মীদের প্রশ্নের মুখোমুখি হন। অথচ এই এলাকা থেকে গাড়ি চুরির পর সেটি নিয়ে চোর নির্বিঘ্নে বেরিয়ে গেছেন। গাড়িটির বর্তমান মূল্য ১০ লাখ টাকা।
নিজের গাড়ি থেকে নেমে এক মিনিটের মধ্যে এই গাড়ির তালা খুলে ফেলেন চোর। পরে অন্য একটি সড়কে নিজের গাড়ি রেখে পায়ে হেঁটে এসে গাড়িটি নিয়ে যান তিনি। ছবি: সংগৃহীত
আতিকুল সালামের অভিযোগ, ঘটনার পরদিন ১৩ মার্চ ক্যান্টনমেন্ট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। কিন্তু পুলিশ বিষয়টিতে কোনো গুরুত্ব দিচ্ছে না। এমনকি তাঁর লিখিত অভিযোগ এখনো মামলা হিসেবে নথিভুক্ত করেনি পুলিশ। একজন উপপরিদর্শক (এসআই) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কিন্তু তিনি এখন তদন্তে গড়িমসি করছেন।
ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজের বরাত দিয়ে গাড়ির মালিক আতিকুল সালাম বলেন, চোর নিজে একটি গাড়ি চালিয়ে বারিধারার স্কুলসংলগ্ন গেট দিয়ে প্রবেশ করেছেন। তিনি নিজের গাড়ি ৯ নম্বর সড়কে পার্ক করেন। পরে ১২ নম্বর সড়কে গিয়ে ‘মাস্টার কি’ দিয়ে গাড়ির তালা খুলে চুরি করে একই গেট দিয়ে বেরিয়ে যান। ২১ মিনিট পর ওই চোর হেঁটে আবারও বারিধারা ডিওএইচএসে যান। কিছুক্ষণ পর ৯ নম্বর সড়ক থেকে নিজের গাড়ি নিয়ে বের হন। এমন অকাট্য প্রমাণ থাকার পরও পুলিশ মামলা নেয়নি এবং তদন্তে আগ্রহ দেখাচ্ছে না। ঘটনা তদন্তে পুলিশের ভূমিকাও রহস্যজনক বলে মনে হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে পুলিশের ক্যান্টনমেন্ট অঞ্চলের সহকারী কমিশনার (এসি) মনজুরুল হাসান গণমাধ্যমকে বলেন, ঘটনাটি পুলিশ তদন্ত করছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। পুলিশ সহযোগিতা করছে না, এমন অভিযোগ ঠিক নয়। ভুক্তভোগী পরে আর থানায় যোগাযোগ করেননি। তিনি থানায় গেলে এ ঘটনায় মামলা নেওয়া হবে।
চুরি করা গাড়িটি ডিওএইচএসের বাইরে রেখে আবার ডিওএইচএস- এ ঢুকছেন তিনি। এরপর নিজের গাড়ি নিয়ে বেরিয়ে যান। ছবি: সংগৃহীত
যেভাবে চুরি
সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে চুরির ঘটনার বর্ণনা দিয়ে গাড়ির মালিক আতিকুল সালাম বলেন, চোর ডিওএইচএস স্কুলগেট দিয়ে ১২ মার্চ দিবাগত রাত ১২টা ৬ মিনিটে একটি গাড়ি নিয়ে প্রবেশ করেন। ১২টা ১১ মিনিটে তিনি ১২ নম্বর সড়কে প্রবেশ করেন। ১২টা ১৩ মিনিটে চোর নিজের গাড়ি থেকে নেমে আতিকুল সালামের (ভুক্তভোগী) গাড়ির কাছে গিয়ে এক মিনিটের মধ্যে তালা ভেঙে ফেলেন। প্রাথমিক কাজ শেষ করে ১২টা ১৪ মিনিটে চোর আবার নিজের গাড়িতে উঠে চলে যান। ৯ নম্বর সড়কে নিজের গাড়ি রেখে ১২টা ২৪ মিনিটে পায়ে হেঁটে ১২ নম্বর সড়কে আসেন। ১২টা ২৫ মিনিটে চোর গাড়ি চালু করে খুব সহজেই সেটি নিয়ে ১২ নম্বর সড়ক থেকে বের হন। ১২টা ২৫ মিনিট থেকে ১২টা ২৭ মিনিটের মধ্যে স্কুলগেট দিয়ে গাড়িটি নিয়ে নির্বিঘ্নে ডিওএইচএস থেকে বেরিয়ে যান।
২১ মিনিট পর চোর পায়ে হেঁটে স্কুলগেট দিয়ে আবারও প্রবেশ করেন উল্লেখ করে আতিকুল সালাম বলেন, ১২টা ৫১ মিনিটে চোর এবার নিজের গাড়ি নিয়েও ডিওএইচএস থেকে নির্বিঘ্নে বেরিয়ে যান। তখন ওই গেটে পাঁচজন নিরাপত্তাকর্মী দায়িত্বপালন করছিলেন। কিন্তু তাঁরা অপরিচিত সেই চোরকে কোনো ধরনের প্রশ্ন করেননি।
বিষয় : রাজধানী ঢাকা অপরাধ চুরি
সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন
যোগাযোগ: +880244809006
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2025 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh