× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাজেকে আগুনে পুড়েছে ৩০টির বেশি রিসোর্ট-কটেজ

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪০ এএম । আপডেটঃ ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪১ এএম

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের রুইলুই পর্যটনকেন্দ্রে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ সোমবার বেলা একটার দিকে আগুনের সূত্রপাত হয়। বেলা আড়াইটা পর্যন্ত ৩০টির বেশি রিসোর্ট-কটেজে আগুন ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য।

রিসোর্ট-কটেজ মালিক সমিতি সূত্রে জানা গেছে, বেলা একটার দিকে রুইলুই ভ্যালির হেডম্যান লালথাংয়া লুসাইয়ের বাসভবনের পাশে সাজেক ইকো ভ্যালি রিসোর্টে প্রথমে আগুন লাগে। পরে তা আশপাশের বসতঘর ও রিসোর্ট-কটেজে ছড়িয়ে পড়ে। এ সময় কয়েক শ পর্যটক আতঙ্কিত হয়ে রিসোর্ট-কটেজ থেকে বেরিয়ে যান। বেলা আড়াইটা পর্যন্ত ঘটনাস্থলে ফায়ার সার্ভিস পৌঁছায়নি।

স্থানীয় ইউপি সদস্য অনিত্য ত্রিপুরা বেলা আড়াইটার দিকে গণমাধ্যমকে বলেন, এলাকাবাসী এবং রিসোর্ট-কটেজের লোকজন আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত ৩০-৩৫টি রিসোর্ট-কটেজে আগুন ছড়িয়ে পড়েছে। হতাহতের কোনো খবর জানা সম্ভব হয়নি।

একই সময়ে সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মণ গণমাধ্যমকে বলেন, ‘আমরা আগুন নেভানোর চেষ্টা করছি। কিন্তু নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। বেশ কিছু রিসোর্ট-কটেজ এরই মধ্যে পুড়ে গেছে।’ বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার বলেন, ঘটনাস্থলে দীঘিনালা থেকে ফায়ার সার্ভিসের দল রওনা দিয়েছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.