× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দিনাজপুর সীমান্তে রেল সেতুর সংস্কার কাজে বিএসএফের বাধা

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১১ এএম । আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৩২ পিএম

ছবি: সংগৃহীত

দিনাজপুরের হিলি সীমান্তে রেলওয়ে সেতুর সংস্কার কাজ বিএসএফের বাধায় বন্ধ হয়ে গেছে।

শনিবার বিকালে ধরন্দা রেল সেতুতে এ ঘটনার পর বিএসএফের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন জয়পুরহাট-২০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ নেওয়াজ।

হিলি রেলওয়ে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের ইনচার্জ আব্দুর রহমান বলেন, দেশের সবচেয়ে নিকটতম সীমান্ত এলাকা হিলি। এই সীমান্তের পাশ দিয়েই বয়ে গেছে রেললাইন। দেশের বিভিন্ন অঞ্চলে যোগাযোগের জন্য ব্রিটিশ আমলে নির্মাণ করা হয় এই রেললাইন।

সেই রেললাইনের হিলির ধরন্দা ব্রিজের নিচের অংশের পাথর সরে যাওয়ায় তা সংস্কারের উদ্যোগ নেয় রেলওয়ে কর্তৃপক্ষ।

সেই লক্ষ্যে সেখানে ইট, বালু ও সিমেন্ট দিয়ে কাজ শুরুও করেন রেলওয়ে কর্মীরা। কিন্তু কাজ শুরুর কয়েক ঘণ্টা পর বিএসএফ বাধা দিলে শ্রমিকরা কাজ বন্ধ করে দেয় বলে জানান রেলওয়ে কর্মকর্তা আব্দুর রহমান।

এ ব্যাপারে জয়পুরহাট-২০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ নেওয়াজ বলেন, “৩০ জানুয়ারি ব্যাটালিয়ন পর্যায়ে বৈঠকে বিএসএফকে বিষয়টি জানানো হয়েছিল। তখন তারা আপত্তি করবে না বলে জানিয়েছিল।

“কিন্তু ওই বিএসএফ ব্যাটালিয়নের কর্মকর্তারা অন্যত্র বদলি হওয়ায় এমন হয়েছে। তবে আমরা আবার তাদের সঙ্গে কথা বলছি। আবার কাজ শুরু হবে বলে আশা করছি।”

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.