× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিশ্ব ইজতেমায় ধাপে ধাপে চলছে বয়ান, দেড়টায় বড় জামায়াতে জুমার নামাজ

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

৩১ জানুয়ারি ২০২৫, ১৪:০৭ পিএম । আপডেটঃ ৩১ জানুয়ারি ২০২৫, ১৫:০১ পিএম

ইজতেমা মাঠে হাজারো মুসল্লির পদচারণা। আজ শুক্রবার সকালে গাজীপুরের টঙ্গীর ইজতেমা মাঠে

শিল্পনগরী টঙ্গীর তুরাগ নদের তীরে আজ শুক্রবার সকালে তাবলীগ জামাতের শীর্ষ মুরব্বিদের আমবয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমা শুরু হয়েছে। এদিন বাদ ফজর বয়ান করেছেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। বাংলায় তরজমা করেছেন মাওলানা নুরুর রহমান। দুপুর দেড়টায় বড় জামাতে অনুষ্ঠিত হবে জুমার নামাজ। নামাজে তাবলীগের জামাতের মুসল্লি ছাড়াও রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার অসংখ্য মুসল্লি অংশ নেবেন।

ইজতেমা ময়দানে জুমার নামাজের ইমামতি করবেন কাকরাইল মসজিদের ইমাম মাওলানা জুবায়ের হোসেন। বাদজুমা বয়ান করবেন মাওলানা শেখ ওমর খতিব (জর্ডান)। বাদ আছর বয়ান করবেন মাওলানা জুবায়ের। বাদ মাগরিব বয়ান করবেন ভারতের মাওলানা আহমেদ লাট।

এর আগে সকাল ১০টায় খিত্তায় খিত্তায় তালিমের আমল হয়েছে। এসময় শিক্ষকদের উদ্দেশে বয়ানের মিম্বার থেকে বিশেষ বয়ান করেন ভারতের মাওলানা ফারাহিম। ছাত্রদের সাথে নামাজের মিম্বার এর বয়ান করেন আলীগড় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আব্দুল মান্নান। এর আগে মোজাকেরা আলোচনা করেন ভারতের মাওলানা জামাল।

ইজতেমা উপলক্ষে টঙ্গীর ইজতেমা মাঠ ও তুরাগ নদের তীরে হাজারো মুসল্লির উপস্থিতি দেখা গেছে। এর মধ্যে মূল ইজতেমা মাঠে বাঁশ ও চটের তৈরি শামিয়ানার নিচে অবস্থান করছেন হাজার হাজার মুসল্লি।

গতকাল বৃহস্পতিবার বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে এবারের বিশ্ব ইজতেমা। রোববার সকাল সাড়ে ১০টার দিকে প্রথম পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।

বিশ্ব ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তাবলীগ অনুসারীদের দুই ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম পর্বে কোন জেলা এবং দ্বিতীয় পর্বে কোন কোন জেলার মুসল্লিরা জেলা ইজতেমায় অংশগ্রহণ করবে ইতিমধ্যে দায়িত্বশীলদের জানানো হয়েছে।

প্রথম পর্বে অংশগ্রহণ করেছেন দেশের ৪১ টি জেলা ও ঢাকার একাংশের মুসল্লিরা। দ্বিতীয় পর্বে অংশগ্রহণ করবেন ২২টি জেলা ও ঢাকার একাংশের মুসল্লিরা।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (অপরাধ) দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসির উদ্দিন জানান, এবারের ইজতেমায় প্রায় ৭ হাজার আইন-শৃঙ্খলার বাহিনীর সদস্য সর্বোচ্চ সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছেন । এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে তাবলীগ জামাতের পক্ষ থেকে দশ হাজার স্বেচ্ছাসেবক সহযোগিতা করবেন। পুরো ময়দান ও আশপাশে এলাকা সিসি ক্যামেরা বসানো হয়েছে এবং পর্যবেক্ষণ করা হচ্ছে। ড্রোন ও হেলিকপ্টার নজরদারি করবে ইজতেমার নিরাপত্তা নিশ্চিত করতে। ইজতেমা ময়দানের চারপাশ ঘিরে চেকপোস্ট স্থাপন করা হয়েছে সন্দেহভাজনদের পর্যবেক্ষণে জন্য। ওয়াচ টাওয়ার থেকে বাইনোকুলারে নজরদারি করবে নিরাপত্তা বাহিনী। নৌ পুলিশের স্পিডবোট টহল থাকবে তুরাগ নদে। সাদা পোশাকে পুলিশ সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করবেন প্রতিটি খিত্তায়।

বিষয় : ইজতেমা

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: nationaltribune24@gmail.com

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.