× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নরসিংদীতে ট্রেনের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে নিহত ২

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৯ জানুয়ারি ২০২৫, ২৩:৩৩ পিএম । আপডেটঃ ১৯ জানুয়ারি ২০২৫, ২৩:৩৪ পিএম

নরসিংদীর রায়পুরা উপজেলায় অরক্ষিত রেলক্রসিংয়ে আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। ট্রেনটি ইজিবাইকটিকে টেনে প্রায় এক কিলোমিটার দূরে নিয়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।

রোববার সকাল ১১টার দিকে রায়পুরা উপজেলার খানাবাড়ি রেলস্টেশনের আউটার সংলগ্ন রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের নয়াচর গ্রামের ইজিবাইক চালক বাচ্চু মিয়া (৫০) ও একই এলাকার যাত্রী মন্নাফ মিয়া (৪৮)। 

প্রত্যক্ষদর্শী শাহ আলম বলেন, আমিরগঞ্জ রেলক্রসিংয়ে কোনো গেটম্যান নেই। রাত ৯টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি আন্তঃনগর ট্রেন ঢাকার দিকে যাচ্ছিল। ক্রসিংয়ের পূর্ব পাশে অনেক গাছপালা থাকায় ট্রেনটি আসতে দেখা যাচ্ছিল না। এ কারণে ট্রেনটি রেলক্রসিং এলাকায় পৌঁছানোর সময় ব্যাটারিচালিত যাত্রীবাহী অটোরিকশাটি রেলক্রসিং পেরোনোর চেষ্টা করে। এ সময় ট্রেনটি অটোরিকশাটিকে ধাক্কা দিলে অটোরিকশাটি ধুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুজন নিহত হয়।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. জহিরুল ইসলাম জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এই রেলক্রসিংটি অবৈধ এবং কোনো গেটম্যান নেই। অসাবধানতা বসত অটোরিকশাটি রেললাইনের ওপর উঠে যায়। এতেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। 

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: nationaltribune24@gmail.com

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.