রাজধানীর হাজারীবাগে একটি গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুর ২টার দিকে একটি ভবনের ওপরের তলায় লেদারের গোডাউনে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। বিকেল ৩টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার এ তথ্য জানান। তিনি বলেন, ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের চেষ্টায় বিকেল ৩টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
গুদামের আগুনের ঘটনায় আটকে পড়াদের উদ্ধারে সহায়তায় কাজ করেছে ১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।