বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মধ্যে দুই দিন ধরে বিরাজ করছে উত্তেজনা। বিএসএফের কাঁটাতার দেয়াকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের মালদা জেলার বৈষ্ণবনগর ও চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মধ্যবর্তী সীমান্তে।
পশ্চিমবঙ্গের মাহাদিপুর ও চাপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরের কাছে বৈষ্ণবনগর সীমান্ত। সোমবার (৬ জানুয়ারি) এখানকার প্রায় ১০০ মিটার উন্মুক্ত সীমান্তে কাঁটাতারের বেড়া দেয়ার কাজ শুরু করে বিএসএফ। একে কেন্দ্র করে এই সীমান্তসংলগ্ন দুই দেশের স্থানীয় মানুষ জড়ো হয়ে পাল্টাপাল্টি স্লোগান দেয়।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই এলাকার স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় বিনোদপুর ইউনিয়নের বিজিবির ৫৯ ব্যাটালিয়নের চৌকা বিওপির পিলার নম্বর ১৭৭-এর ১ এস, ২ এস ও ৩ এস এলাকায় এই পরিস্তিতি বিরাজ করছে। তবে এ ঘটনায় আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
এলাকাবাসী ও বিজিবি সূত্রে জানা গেছে, মালদার বৈষ্ণবনগরের সুখদেবপুর এলাকায় প্রায় ১০০ মিটার দীর্ঘ সীমান্তে সোমবার বিএসএফ কাঁটাতারের বেড়া দেয়া শুরু করলে তাতে আপত্তি জানায় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। ফলে মাঝপথেই বন্ধ করে দিতে হয় কাজ।
এ খবর সীমান্তের দুই পাশের স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়লে উত্তেজনা তৈরি হয়। সীমান্ত সংলগ্ন ভারতীয়রা সেখানে জড়ো হয়ে ভারতের পক্ষে স্লোগান দিতে থাকে। পাল্টা স্লোগান দেয় বাংলাদেশিরাও।
বিএসএফ সূত্রে জানানো হয়, সীমান্তে কাঁটাতারের বেড়া তুলতে গেলে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ভারতীয় ভূখণ্ডকেও নিজেদের এলাকা বলে দাবি করে। এরপরই উত্তেজনা ছড়ায়। শেষ পর্যন্ত প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বিএসএফ ও বিজিবির মধ্যে ফ্ল্যাগ মিটিং করা হয়। শেষ পর্যন্ত বিজিবি ফিরে যায়। আজ সকাল থেকে কাঁটাতারের বেড়া তোলার কাজ ফের শুরু হয়েছে বলে জানা গেছে।