টাঙ্গাইলের কালিহাতীতে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে কালিহাতীর পৌলী এলাকায় রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কলেজছাত্রী হলেন- টাঙ্গাইল সদর উপজেলার গালা গ্রামের নুরন্নবীর মেয়ে চায়না আক্তার (২৫)।
কলেজছাত্রী চায়না আক্তারের লাশ আইন প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয় বলে টাঙ্গাইল ঘারিন্দা রেলওয়ে পুলিশের এসআই আলী আকবর জানিয়েছেন।
টাঙ্গাইল ঘারিন্দা রেলওয়ে পুলিশের এসআই আলী আকবর জানান, উপজেলা পৌলী এলাকায় ট্রেনে কাটা পড়ে কলেজছাত্রী চায়না আক্তারের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়।