× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পুরানা পল্টনে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০৭ জানুয়ারি ২০২৫, ১২:১২ পিএম । আপডেটঃ ০৭ জানুয়ারি ২০২৫, ১২:১৬ পিএম

ছবি: সংগৃহীত

নিয়ন্ত্রণে এলো রাজধানীর পুরানা পল্টনের ৪তলা ভবনে লাগা আগুন। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের সোয়া এক ঘণ্টার চেষ্টায়; সকাল সাড়ে ১০টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে।

এসব তথ্য নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম। তিনি জানান, ভবনটির ২য় তলায় একটি ‘ল’ চেম্বারে লাগে আগুন। সকাল ৯টা ১৭ মিনিটে মানিকগঞ্জ হাউস নামের ভবনটিতে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস।

তিনি আরও জানান, সকাল ৯টা ২৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দু’টি ইউনিট। পরে, সকাল পৌনে ১০টার দিকে আরও ৩টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। সকাল ১০টায় যোগ দেয় আরও ১ টি ইউনিট।

প্রাথমিকভাবে আগুনে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভবনটির ৩টি তলাতে বেশ কিছু আইনজীবীর চেম্বার রয়েছে। আগুনে পুড়ে গেছে তাদের গুরুত্বপূর্ণ নথিপত্র।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: nationaltribune24@gmail.com

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.