× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক দুর্ঘটনায় নিহত ৪

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০২ জানুয়ারি ২০২৫, ২২:৫৭ পিএম । আপডেটঃ ০৩ জানুয়ারি ২০২৫, ০৪:৪১ এএম

ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত আরও ৫ জন।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দিবাগত রাত ১২টায় নিমতলা ও শুক্রবার (৩ জানুয়ারি) ভোর ৪টার দিকে হাসাড়া এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ জানায়, রাত ১২টার দিকে নিমতলা এলাকায় একটি কাভার্ডভ্যানের পেছনে মাওয়ামুখী আব্দুল্লাহ পরিবহনের মিনিবাস সজোরে ধাক্কা দেয়। এতে দুমড়ে মুচড়ে যায় মিনিবাসটি। নিহত হয় বাসের হেলপার মো. জীবন (৪৪), তার বাড়ি শ্রীনগর উপজেলার কল্লিগাও গ্রামে। নিহত অপরজন হলেন বাসযাত্রী মো. রায়হান (২৭), তিনি সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের দেবিপুরা গ্রামের বাসিন্দা।

অপরদিকে, ভোরে হাসাড়া এলাকায় অপর আরেকটি দুর্ঘটনায় নিহত হয় আরও ২জন। তবে তাদের পরিচয় জানা যায়নি বলে নিশ্চিত করেন শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. ক্যামিলায়া সরকার। তিনি জানান, রাতে দুইজন নিহতের মরদেহ হাসপাতালে আনা হয়। ভোরে আরও দুজনের। ভোরে নিহত দুই ব্যাক্তির আনুমানিক বয়স ৩৫ ও ২৫ বছর। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

প্রসঙ্গত, এর আগে গত শুক্রবার এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বাসচাপায় নারী ও শিশুসহ দুই পরিবারের ৬ জন নিহত ও ৪ জন গুরুতর আহত হন।

বিষয় : মুন্সিগঞ্জ

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.