× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের বিরুদ্ধে দুদকের মামলা

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২৩ ডিসেম্বর ২০২৪, ০১:৩৩ এএম । আপডেটঃ ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:৪৫ এএম

সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরী

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরী, তার স্ত্রী ও কন্যার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন— দুদক। নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী জমা না দেয়ার অভিযোগে এই মামলা করা হয়েছে বলে দুদক সূত্রে জানা গেছে।

সোমবার (২৩ ডিসেম্বর) দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপপরিচালক আকতারুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, নির্ধারিত সময়ে সম্পদের হিসাব দাখিল না করায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর, তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী এবং মেয়ে নন্দিতা সুর চৌধুরীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

২০১৮ সালের জানুয়ারিতে ডেপুটি গভর্নরের পদ থেকে অবসরে যাওয়ার পর বাংলাদেশ ব্যাংকের উপদেষ্টার দায়িত্ব পালন করেন এস কে সুর চৌধুরী। অভিযোগ রয়েছে, ডেপুটি গভর্নর থাকাকালে আলোচিত পিকে হালদারের ঋণ কেলেঙ্কারির ঘটনায় সুবিধা নিয়েছেন তিনি। ব্যাংকিং খাতের নানা কেলেঙ্কারির কুশীলব হিসেবে তার ভূমিকা রয়েছে।

এর আগে সুর চৌধুরী ও তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরীর ব্যাংক অ্যাকাউন্ট তলব করেছিল দুদক ও জাতীয় রাজস্ব বোর্ড। কর ফাঁকির দায়ে তাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়।

বিষয় : দুদক

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.