× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গাইবান্ধায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ১০

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২১ ডিসেম্বর ২০২৪, ২১:৩৪ পিএম । আপডেটঃ ২১ ডিসেম্বর ২০২৪, ২১:৩৫ পিএম

ছবি: সংগৃহীত

গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিএনপি ও জামায়াত ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকেই স্থানীয়দের মাঝে আতঙ্ক ও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। 

এদিকে, এ ঘটনায় দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছে। জামায়াতের অভিযোগ, উপজেলা বিএনপির সদস্য সচিব ও ঘুড়িদহ ইউপি চেয়ারম্যান সেলিম আহমেদ তুলিফের নেতৃত্বে তাদের ওপর হামলা চালানো হয়েছে। অপরদিকে এই অভিযোগ অস্বীকার করে সেলিম আহমেদ বলেন, জামায়াতের নেতাকর্মীই তাদের ওপর হামলা চালিয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার দুপুরে উপজেলা জামায়াত নেতাকর্মীরা লাঠি হাতে মিছিল বের করে। মিছিলটি বাজার এলাকায় পৌঁছলে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে জামায়াত নেতাকর্মীদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: nationaltribune24@gmail.com

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.