× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চকরিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান সাঈদী গ্রেফতার

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২১ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৭ এএম । আপডেটঃ ২১ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৭ এএম

কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ফজলুল করিম সাঈদী

কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ফজলুল করিম সাঈদীকে (৫২) গ্রেফতার করেছে র‍্যাব। শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে ফেনী সদরের লালপুল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

আজ শনিবার (২১ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতার ফজলুল করিম সাঈদী চকরিয়া পৌরসভার স্টেশনপাড়া এলাকার মৃত ইছহাক কন্ট্রাক্টরের ছেলে।

কামরুজ্জামান জানান, সাবেক সংসদ সদস্য হাসিনা আহমেদের গাড়িবহরে হামলার অভিযোগে গত ৯ নভেম্বর এবং নাশকতা ও অগ্নিসংযোগের ঘটনায় ১৩ নভেম্বর চকরিয়া থানায় দুটি মামলা দায়ের করা হয়। মামলায় সাঈদীকে এজাহার নামীয় আসামি করা হয়। এরপর থেকে আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করে তারা।

তিনি আরও জানান– গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, গ্রেফতার এড়াতে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে বাসযোগে রওনা দিয়েছেন ফজলুল করিম সাঈদী। এ তথ্যের ভিত্তিতে র‍্যাব সদর দফতরের গোয়েন্দা শাখার সার্বিক সহযোগিতায় র‍্যাব-১৫ ও র‍্যাব-৭ এর যৌথ অভিযানকারী দল ফেনী সদরের লালপুল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি গ্রেফতার এড়াতে এতোদিন বিভিন্ন জায়গায় আত্মগোপনে থাকার কথা স্বীকার করেছেন। তাকে থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে বলেও জানায় র‍্যাবের এ কর্মকর্তা।

বিষয় : কক্সবাজার

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.