গাড়িচাপায় বুয়েট শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার তিন আসামিকে আজ শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ আদালতে হাজির করা হয়। ছবি: সংগৃহীত
পূর্বাচলে পুলিশের তল্লাশিচৌকিতে প্রাইভেট কারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদ নিহত হওয়ার ঘটনায় গ্রেপ্তার প্রাইভেট কারের চালকসহ দুজনের শরীরে অ্যালকোহল ও গাঁজার উপস্থিতি পেয়েছেন চিকিৎসকেরা। আজ শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া) গ্রেপ্তার তিনজনের ডোপ টেস্ট করা হয়।
জেলা সিভিল সার্জন মশিউর রহমান গণমাধ্যমকে বলেন, প্রাইভেট কারের চালক মুবিন আল মামুনের (২০) শরীরে গাঁজা ও অ্যালকোহল পাওয়া গেছে। আর আরোহীদের মধ্যে মিরাজুল করিমের (২২) শরীরে অ্যালকোহল পাওয়া গেছে। অপরজন আসিফ চৌধুরীর শরীরে অ্যালকোহল–জাতীয় কোনো কিছু পাওয়া যায়নি।
বুয়েট শিক্ষার্থীকে গাড়িচাপার মামলায় ডোপ টেস্টের পর তিন আসামি আদালতে
এদিকে রূপগঞ্জ থানা-পুলিশ গাড়িচালকসহ গ্রেপ্তার এই তিনজনকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠায়। বিচারক আগামী রোববার রিমান্ড শুনানির দিন ধার্য করে আজ সন্ধ্যায় তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
গ্রেপ্তার মুবিন আল মামুন রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসিন্দা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল্লাহ আল মামুনের ছেলে। মিরাজুল করিম রাজধানীর মিরপুর পীরেরবাগ এলাকার রিজওয়ানুল করিমের ছেলে এবং আসিফ চৌধুরী উত্তরা ১৩ নম্বর সেক্টরের বাহাউদ্দিন চৌধুরীর ছেলে। তাঁরা তিনজনই শিক্ষার্থী। তাঁদের প্রাইভেট কারটিতে তল্লাশি চালিয়ে মদের একটি খালি বোতল ও বিয়ারের একটি ক্যান পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।
আসামিদের কারাগারে পাঠানোর কথা জানিয়ে নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান প্রথম আলোকে বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা তিন আসামির পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছেন। আদালত আগামী রোববার রিমান্ড শুনানির দিন ধার্য করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে পূর্বাচল ৩০০ ফিটের নীলা মার্কেট (কুড়িল-কাঞ্চন সড়ক) এলাকায় পুলিশের তল্লাশিচৌকিতে একটি প্রাইভেট কার সজোরে ধাক্কা দেয়। এ সময় তল্লাশিচৌকিতে দাঁড়ানো মোটরসাইকেল আরোহী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তিন শিক্ষার্থী গুরুতর আঘাত পান। তাঁদের মধ্যে বুয়েটের কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মুহতাসিম মাসুদ ঘটনাস্থলেই মারা যান। গুরুতর মুহতাসিমের দুই সহপাঠী মেহেদী হাসান খান (২২) ও অমিত সাহাকে (২২) দ্রুত ঢাকায় হাসপাতালে ভর্তি করা হয়। মেহেদী বর্তমানে রাজধানীর স্কয়ার হাসপাতালে এবং অমিত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এদিকে ঘটনাস্থল থেকে দায়ী গাড়িচালকসহ তিনজনকে আটক করে পুলিশ। পরে রূপগঞ্জ থানায় নিহত মুহতাসিমের বাবার করা একটি মামলায় এই তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
সহপাঠী মুহতাসিম মাসুদ নিহত হওয়ার ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। আজ শুক্রবার দুপুরে রাজধানীর পলাশীর মোড়ে সংবাদ সম্মেলনে তাঁরা বলছেন, বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে নির্মমভাবে তাঁদের ভাইকে হত্যা করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চেয়ে শিক্ষার্থীরা ৬ দফা দাবি ঘোষণা করেছেন।
বিষয় : মাদক ঢাকা বিভাগ সড়ক দুর্ঘটনা নারায়ণগঞ্জ পূর্বাচল বুয়েট
© 2025 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh