× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঢাবির হঠাৎ সিদ্ধান্তে আটকানো হচ্ছে ব্যক্তিগত গাড়ি, মানুষের ভোগান্তি

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৩ ডিসেম্বর ২০২৪, ২০:১১ পিএম । আপডেটঃ ১৩ ডিসেম্বর ২০২৪, ২০:১৩ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ মুখে তল্লাশি চৌকি বসিয়ে ব্যক্তিগত গাড়ি আটকে দেওয়ায় শাহবাগের দিকে যেতে এভাবে যানজটে আটকে থাকতে হচ্ছে। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বহিরাগত যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করতে ক্যাম্পাসের সাতটি প্রবেশপথে তল্লাশিচৌকি বসানো হয়েছে। এতে সাপ্তাহিক ছুটির দিন আজ শুক্রবার বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় যানজট তৈরি হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে, ছুটির দিন শুক্র ও শনিবার ক্যাম্পাসে যানবাহন চলাচল সীমিত করার সিদ্ধান্ত হয়েছে। এ জন্য শাহবাগ, নীলক্ষেত, দোয়েল চত্বরসহ সাত প্রবেশমুখে তল্লাশিচৌকি বসানো হয়েছে। জরুরি পরিবহন, রোগী, বিশ্ববিদ্যালয়ের কোনো অতিথির গাড়ি বা বিশ্ববিদ্যালয়ের গাড়ি ছাড়া কেউ গাড়ি নিয়ে ক্যাম্পাসে ঢুকতে পারছেন না।

এতে ছুটির দিনে ক্যাম্পাস এলাকায় ঘুরতে গিয়ে যানজটে আটকা পড়েছেন অনেকে। ওই এলাকায় কাজে গিয়েও অনেককে যানজটের ভোগান্তিতে পড়তে হয়েছে। কয়েকজন ভুক্তভোগী গণমাধ্যমকে বলেন, বিশ্ববিদ্যালয়ের এমন সিদ্ধান্তের কথা তাঁরা জানতেন না।

যানজটের ভোগান্তিতে অসন্তোষ জানিয়ে একটি বেসরকারি প্রতিষ্ঠানের ‘ডেলিভারিম্যান’ রেজাউল করিম আজ সন্ধ্যায় গণমাধ্যমকে বলেন, তিনি একটি পণ্য নীলক্ষেতে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের আবাসিক এলাকায় পৌঁছে দিতে গিয়েছিলেন। বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথ বন্ধ রাখার সিদ্ধান্ত তাঁর জানা ছিল না। সে কারণে মোটরসাইকেল নিয়ে তাঁকে দীর্ঘ সময় নীলক্ষেত মোড় এলাকায় আটকে থাকতে হয়। রেজাউল আরও বলেন, এ ধরনের সিদ্ধান্ত কার্যকর করার আগে ঘোষণা দেওয়া উচিত। তাতে মানুষ ভোগান্তিতে পড়বে না।

পুলিশ বলছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বহিরাগত যানবাহন ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হচ্ছে না। এতে শাহবাগ, নীলক্ষেত, বাংলামোটর, মৎস্য ভবন, আজিমপুর–মিরপুর সড়কে যানজট ছড়িয়ে পড়েছে। ঢাকা মহানগর পুলিশের রমনা ট্রাফিক বিভাগের উপকমিশনার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী গণমাধ্যমকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্তে প্রবেশমুখগুলোতে নিরাপত্তা ও তল্লাশি বাড়ানো হয়েছে। এ কারণে আশপাশের এলাকায় যানজট ছড়িয়ে পড়েছে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ক্যাম্পাসসংলগ্ন পলাশী মোড়ে নিরাপত্তা ও নজরদারি বক্স উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান। তখন তিনি বলেছিলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা জোরদারে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এসব বক্সে দায়িত্ব পালনকারীরা নিজেদের মধ্যে সমন্বয় করে ক্যাম্পাসে যানবাহন নিয়ন্ত্রণ ও অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে ভূমিকা পালন করবেন।

গতকাল উদ্বোধনের পর আজ শুক্রবার থেকেই ক্যাম্পাসের সাতটি প্রবেশপথে চলাচল সীমিত করার সিদ্ধান্ত কার্যকর করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শুধু বকশীবাজার থেকে জগন্নাথ হল ক্রসিং হয়ে পলাশী দিয়ে বের হওয়ার রাস্তাটি খোলা রয়েছে।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমেদ গণমাধ্যমকে বলেন, ক্যাম্পাসের পরিবেশ ঠিক রাখার জন্য শিক্ষার্থীদের চাওয়ার পরিপ্রেক্ষিতেই ছুটির দিনে ক্যাম্পাসে চলাচল সীমিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যত দিন সম্ভব, এই সিদ্ধান্ত কার্যকর রাখার চেষ্টা করা হবে। ক্যাম্পাসের সাতটি প্রবেশপথে চলাচল সীমিত আছে। জরুরি পরিবহন, রোগী, বিশ্ববিদ্যালয়ের কোনো অতিথির গাড়ি বা বিশ্ববিদ্যালয়ে কোনো অফিশিয়াল কাজে এলে অবশ্যই ক্যাম্পাসে ঢোকা যাবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি আজ সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়ে ক্যাম্পাস ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় মাদকবিরোধী অভিযান চালাবে বলেও জানিয়েছেন প্রক্টর সাইফুদ্দীন আহমেদ।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: nationaltribune24@gmail.com

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.