পরশুরামের বিলোনিয়া সীমান্ত থেকে মো ইয়াছিন (১৯) নামে এক বাংলাদেশি নাগরিককে ধরে নিয়ে গেছে বিএসএফ। বুধবার ভোরে বিলোনিয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। পরিবারের দাবি, সীমান্তে কৃষি কাজের জন্য গেলে তাকে ভারতীয়রা আটক করে নিয়ে যায়।
জানা গেছে, উপজেলার পৌর এলাকার বাউরপাথর গ্রামের মিজানুর রহমানের ছেলে মো. ইয়াছিন সকালে কৃষি কাজ করতে বিলোনিয়ার পাশে জমিতে গেলে তাকে বিএসএফ ধরে নিয়ে যায়। তাকে মারধর করে মারাত্মক আহত করে ভারতীয় পুলিশের নিকট হস্তান্তর করে। এ সংক্রান্ত একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পরশুরামের মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। মো ইয়াছিনের স্ত্রী লিজা আক্তার জানান, বিলোনিয়া স্থলবন্দরের পূর্ব পাশে কৃষি কাজ করতে যান ইয়াছিন। তাকে সেখান থেকে ভারতীয়দের সহযোগিতায় বিএসএফ আটক করে নিয়ে যায়। বিজিবির মজুমদারহাট বিওপির কোম্পানি কমান্ডার সৈয়দ কামরুল আলম মজুমদার বলেন, এ বিষয়ে কিছু জানি না। অভিযোগ জানালে আমাদের পক্ষ থেকে ব্যবস্থা নেয়া হবে। এদিকে ফেনী জেলা সাইফুল ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, বিলোনিয়া সীমান্ত থেকে ভারতীয় নাগরিকরা কর্তৃক বাংলাদেশের একজন নাগরিককে আটক করে ভারতের পুলিশের নিকট হস্তান্তর করে। তিনি বর্তমানে ভারতীয় পুলিশ হেফাজতে চিকিৎসাধীন আছেন।