× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নেত্রকোনায় নগদ টাকাসহ সাত জুয়াড়ি আটক

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

১৬ জানুয়ারি ২০২৪, ০৬:২৪ এএম । আপডেটঃ ১৬ জানুয়ারি ২০২৪, ০৮:০২ এএম

গ্রেপ্তারকৃত সাত ব্যক্তি

জুয়া খেলার অভিযোগে নেত্রকোনায় সাত জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ জানুয়ারি) ভোরে সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের তেলেগাতী গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে নগদ ৭ হাজার ৭৯০ টাকা, তাসসহ জুয়া খেলার নানা সরঞ্জাম জব্দ করা হয়।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. রিপন মিয়া (৩৫), জসীম উদ্দিন (৪২), জলিল মিয়া (৩৫), বকুল মিয়া (৫২), মতি মিয়া (৪৩), সাইদুল ইসলাম (৩২) ও এলাহি নেওয়াজ (৭১)। তারা সকলেই সদর উপজেলার তেলেগাতী গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, সদরের তেলেগাতী গ্রামের একটি চায়ের দোকানে জুয়ার আসর বসে। এমন গোপন খবরে আজ ভোরে অভিযান চালায় পুলিশ। জুয়া খেলা অবস্থায় সাতজনকে আটক করা হয়।

নেত্রকোনা মডেল থানার ওসি আবুল কালাম বলেন, তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.