× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আশপাশের দেশের মিডিয়াগুলো বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০২ ডিসেম্বর ২০২৪, ১৯:৩২ পিএম । আপডেটঃ ০২ ডিসেম্বর ২০২৪, ১৯:৩৩ পিএম

রংপুর নগরের পুলিশ লাইনস স্কুল ও কলেজ মিলনায়তনের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আশপাশের দেশের মিডিয়াগুলো (গণমাধ্যম) বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এ জন্য তিনি দেশের সাংবাদিকদের সত্য ঘটনা প্রকাশের আহ্বান জানান। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা কোনো দেশের নাম সরাসরি উল্লেখ করেননি।

জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘আপনারা সত্য ঘটনাগুলো প্রকাশ করবেন এবং অপপ্রচারের জবাব দেবেন। সত্যি ঘটনাটা যদি জানান দিতে পারেন আপনারা, তারা সঠিক জবাব পেয়ে যাবে।’

আজ সোমবার দুপুরে রংপুরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে এক বিফ্রিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এসব কথা বলেন। রংপুর পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় রংপুরের বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম, পুলিশ কমিশনার মজিদ আলীসহ বিভাগের আট জেলার প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সীমান্তে কোনো ধরনের আতঙ্কের কারণ নেই জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য আমরা সব সময় প্রস্তুত আছি।’ ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত পরিবারগুলো ন্যায়বিচার পাবে কি না, সাংবাদিকের এ প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এটা আমার হাতে নয়, এটা বিচারকদের হাতে।’

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পুলিশের নিয়োগের সময় নানা ধরনের অভিযোগ ওঠে। কিন্তু এবার পুলিশের উপপরিদর্শক (এসআই) বা কনস্টেবল নিয়োগে কোনো ধরনের দুর্নীতি হয়নি। কোনো ধরনের দুর্নীতির তথ্য পেলে তিনি ব্যবস্থা নেবেন বলে জানান।

রংপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক উল্লেখ করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আইনশৃঙ্খলা কমিটির মিটিং ছিল। অন্যান্য এলাকার তুলনায় রংপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক। কিন্তু আরও ভালো দিকের নিতে হবে। সেই দিকনির্দেশনা দেওয়া হয়েছে।’

স্বরাষ্ট্র উপদেষ্টা আজ বেলা ১১টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টারে রংপুরের পীরগঞ্জে আসেন। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র আবু সাঈদের গ্রামের বাড়ি পীরগঞ্জের জাফরপাড়া গ্রামে যান। সেখানে তিনি আবু সাঈদের কবর জিয়ারত করেন এবং তাঁর পরিবারের খোঁজখবর নেন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: nationaltribune24@gmail.com

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.