× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গাজীপুরে কারখানা কর্তৃপক্ষের ওপর হামলার ঘটনায় বিজিএমইএর উদ্বেগ

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২৯ নভেম্বর ২০২৪, ২৩:৫৯ পিএম । আপডেটঃ ২৯ নভেম্বর ২০২৪, ২৩:৫৯ পিএম

ছবি: সংগৃহীত

বকেয়া বেতন পরিশোধ নিয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনার সময় কারখানা কর্তৃপক্ষের ওপর শ্রমিকদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)। শুক্রবার (২৯ নভেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, এ ঘটনা বহির্বিশ্বে দেশের শিল্প সম্পর্কে ভুল বার্তা দেবে। তাই দ্রুত সব পোশাক কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পোশাকশিল্প একটি চ্যালেঞ্জিং সময় পার করে সবেমাত্র স্থিতিশীলতা অর্জন করেছে। এমন সময়ে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় মাহমুদ জিন্সে কারখানা কর্তৃপক্ষের ওপর শ্রমিক নামধারী কিছু দুষ্কৃতকারীর হামলার ঘটনায় পোশাকশিল্পে নতুন করে গভীর উদ্বেগের সৃষ্টির হয়েছে। যারা উস্কানি দিয়ে শিল্পকে অস্থিতিশীল করার অপতৎপরতায় লিপ্ত, শিল্প ও অর্থনীতিকে নিয়ে ছিনিমিনি খেলছে, তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।

বিজিএমইএ জানায়, মাহমুদ জিন্স একটি কমপ্লায়েন্ট করখানা। চুক্তি অনুযায়ী, শ্রমিক ও স্টাফদের চূড়ান্ত পাওনা, সার্ভিস বেনিফিট ও ছুটির টাকা বাবদ প্রায় ২০ কোটি টাকা গত বৃহস্পতিবার পরিশোধ করার কথা ছিল। এ জন্য কারখানা মালিক তার গুলশানের বাড়িটি বিক্রির প্রক্রিয়া চূড়ান্ত করলেও পেমেন্ট না পাওয়ায় ওই দিন শ্রমিক-কর্মচারীদের বকেয়া টাকা দেয়া যায়নি। তাই মালিকপক্ষ বিষয়টি নিয়ে ওই দিন বিকেলেই শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনায় বসেন। কারখানা মালিকের ছেলে রাফি মাহমুদ এ বিষয়ে কথা বলার সময় শ্রমিক নামধারী কিছু উস্কানিদাতা, দুষ্কৃতকারী হঠাৎ করে তার ওপর আক্রমণ করে। তাকে আহত করে কারখানায় আটকে রাখে। পরে রাফিকে উদ্ধার করে টহলরত সেনাবাহিনী ও শিল্প পুলিশ। আলোচনার মধ্যে এ রকম হামলা অনভিপ্রেত। 

বিষয় : বিজিএমইএ

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: nationaltribune24@gmail.com

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.