× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে বান্দরবানে ছাত্র-জনতার বিক্ষোভ

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২৭ নভেম্বর ২০২৪, ০০:৩৭ এএম । আপডেটঃ ২৭ নভেম্বর ২০২৪, ০০:৩৭ এএম

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার প্রতিবাদে বান্দরবানে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল করেছে। ছবি: সংগৃহীত

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাধারণ মানুষ। মঙ্গলবার (২৬ নভেম্বর) এশার নামাজের পর বান্দরবান পৌরসভা এলাকার বিভিন্ন মসজিদের মুসল্লিরা খন্ড খন্ড মিছিল বের করেন। মুসল্লিদের মিছিলগুলো জড়ো হয়ে শহরের গুরুত্বপূর্ণ সব সড়ক প্রদক্ষিণ করে। পরে ট্রাফিক মোড়ে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বদরুল হক, জজকোর্ট মসজিদের খতিব মাওলানা মুজিবুল হক, বৈষম্যবিরোধী ছাত্র ঐক্যের সভাপতি আসিফ ইকবাল প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে অধ্যক্ষ মাওলানা বদরুল হক বলেন, ‘আইনজীবী সাইফুলকে হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির ষড়যন্ত্রকারী ইসকন জঙ্গীদের নিষিদ্ধ করতে হবে। নয়ত বাংলাদেশের মুসলিম জনতা বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করবে।’

জজকোর্ট মসজিদের খতিব মাওলানা মুজিবুল হক বলেন, ‘মুসলমানরা উগ্রতা বিশ্বাস করেনা, কোনো মন্দির ভাঙচুর করেনা। দেশের ক্রান্তিলগ্নে রাত জেগে মন্দির রক্ষায় পাহাড়া দিয়েছে। কিন্তু জঙ্গী ইসকন ফ্যাসিস্ট আওয়ামী লীগ ছাত্রলীগ নিয়ে দেশে নতুন করে ষড়যন্ত্রের পায়তারা চালাচ্ছে। এদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। কোনোভাবেই আইন হাতে তুলে নেয়া যাবেনা। সরকারকে হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।’

বৈষম্যবিরোধী ছাত্র ঐক্যের সভাপতি আসিফ ইকবাল বলেন, ‘আগামী ২৪ ঘন্টার মধ্যে আইনজীবী হত্যাকারীদের গ্রেফতার করতে হবে। ফ্যাসিস্টদের উত্তরসূরি জঙ্গী ইসকনকে নিষিদ্ধ করতে হবে। স্থানীয় প্রশাসনকে হুঁশিয়ার করে বলতে চাই ইসকন জঙ্গীরা যেন বান্দরবান জেলায় আর কোনো মিছিল করতে না পারে।’

বিষয় : বান্দরবান

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: nationaltribune24@gmail.com

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.