× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সনাতনী জাগরণ জোটের বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ, ওসিসহ ২ পুলিশ আহত

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২৭ নভেম্বর ২০২৪, ০০:২৪ এএম । আপডেটঃ ২৭ নভেম্বর ২০২৪, ০০:২৪ এএম

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও হাটহাজারীর পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার ও জামিন নাকচের প্রতিবাদে গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ চলাকালে বিক্ষোভকারী ও পুলিশের সঙ্গে সংঘর্ষে কোটালীপাড়ার থানার ওসিসহ দুই পুলিশ কর্মকর্তা আহত হন। এ সময় পুলিশ ৩ বিক্ষোভকারীকে আটক করে।

মঙ্গলবার দুপুর থেকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার সনাতনী বিক্ষোভ মিছিল নিয়ে ভাঙ্গারহাট বাজারে সমবেত হয়।

সমাবেশে মলয় রায়, অশোক গাইন, সৌরভ মণ্ডল, অশোক বিশ্বাস, জয় দত্ত ও কৌশল্যা বাগচী বক্তব্য রাখেন।

জানা যায়, গতকাল ঢাকায় চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের খবরে রাতে উপজেলার রামশীল বাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সেখান থেকে আজ দুপুরে ভাঙ্গারহাটে বিক্ষোভ মিছিলের সিদ্ধান্ত হয়। 

মঙ্গলবার দুপুরে উপজেলার কলাবাড়ীসহ বিভিন্ন এলাকা থেকে মিছিলসহকারে ভাঙ্গারহাট বাজারে সমবেত হয় সনাতন সম্প্রদায়ের লোকজন।

এ সময় কোটালীপাড়া থানা পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাধে। এতে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজা (৫০) ও ভাঙ্গারহাট পুলিশ ফাঁড়ির এএসআই মোবারক হোসেন (৪৯) আহত হন। পুলিশ এ সময় উপজেলার ভাঙ্গারহাট গ্রামের বিশ্বেশ্বর হালদারের ছেলে অসীম হালদার (৩৩), কলাবাড়ী গ্রামের জতীন অধিকারীর ছেলে দিলীপ অধিকারী (৩৮), হিজলবাড়ী গ্রামের শচীন রোনাহা বাড়ৈর ছেলে তুষার বাড়ৈ (৩৭) নামের ৩ বিক্ষোভকারীকে আটক করে থানায় নিয়ে যায়।

কোটালীপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ জানান, বিক্ষোভ চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য আমিসহ কোটালীপাড়া থানার অন্যান্য পুলিশ সদস্যরা ভাঙ্গারহাট বাজারে অবস্থান নেই। এ সময় হঠাৎ করে এক বিক্ষোভকারী পেছন থেকে আমার মাথায় লাঠি দিয়ে আঘাত করে। পুলিশকে উদ্দেশ করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে এএসআই মোবারক আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ৩ জনকে আটক করে থানায় পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, চট্টগ্রাম নগরীর নিউমার্কেট মোড়ের স্বাধীনতা স্তম্ভে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগ হওয়া মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত সোমবার বিকালে গ্রেফতার করা হয়।

বিষয় : গোপালগঞ্জ

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: nationaltribune24@gmail.com

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.