× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

৬ হাজার টাকা এক ইলিশের দাম!

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২২ নভেম্বর ২০২৪, ১১:০৫ এএম । আপডেটঃ ২২ নভেম্বর ২০২৪, ১১:০৫ এএম

পটুয়াখালীর কুয়াকাটায় এক‌টি ই‌লিশ মাছ বিক্রি হয়েছে ছয় হাজার টাকায়। শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে স্থানীয় এক জেলে মাছ ধরতে গেলে তার জালে সেটি ধরা পরে। পরিমাপ করে দেখা যায় মাছটির ওজন ২ কেজি ২০০ গ্রাম। প‌রে কুয়াকাটা মাছ বাজারে বিক্রির জন্য মাছটি নিয়ে আসা হয়। সেখানে নিলামের মাধ্যমে ১ লাখ টাকা মণ দরে মাছটি ক্রয় করেন স্থানীয় এক ব্যবসায়ী।

স্থানীয় মাছ ব্যবসায়ী আব্দুর রহমান বলেন, এত বড় ইলিশ সচরাচর দেখা যায় না। বেশ ভালো দামে মাছটি বিক্রি হয়েছে। আড়াই হাজার টাকা কেজি দরে ৫ হাজার টাকায় মাছটি কিনে নেন হাসান নামে এক মৎস্য ব্যবসায়ী। পরে তিনি অনলাইনের মাধ্যমে ৬ হাজার টাকায় সেটি আবার বিক্রি করেন। এসময় মাছটি এক নজর দেখার জন্য অনেকেই ভিড় করে।

জেলে জামাল হোসেন বলেন, এবছর এই প্রথম আমার জালে এত বড় মাছ ধরা পরেছে। বড় মাছের চাহিদা বেশি, দামও ভালো। সাগরে এমনিতেও এখন বেশি মাছ মিলছে না। তবে বড় মাছ পাওয়ার আনন্দ অনেক বেশি।

আড়ৎ ব্যবসায়ী রেজাউল ইসলাম বলেন, এত বড় মাছ বাজারে খুব কম পাওয়া যায়। তাই নিলামে প্রতি মণ ১ লাখ টাকা দরে বিক্রি হয় মাছটি।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, সাম্প্রতিক সময়ে কিছু কিছু যায়গা থেকে এমন সুখবর আসে। এ সাইজের মাছ মূলত গভীর সমুদ্রে থাকে। সমুদ্রের মোহনায় পলি পরার কারণে গভীরতা কমে যাচ্ছে। তাই সমুদ্র মোহনা খনন এবং জালের প্রশস্ততা বাড়ালে বড় মাছ বেশি ধরা পড়বে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.