× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঘন কুয়াশায় সড়ক বিভাজকে উঠে গেল গাড়ি, আহত ৮

চট্টগ্রাম প্রতিনিধি

১৬ জানুয়ারি ২০২৪, ০৩:০৩ এএম । আপডেটঃ ১৬ জানুয়ারি ২০২৪, ০৩:২৯ এএম

সারাদেশ ঘন কুয়াশায় আচ্ছন্ন। আজ সকালে ঘন কুয়াশায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের সড়ক বিভাজকের ওপর সিকিউরিটি বক্সের সঙ্গে ধাক্কা খায়। এই দুর্ঘটনায় নৌ বাহিনীর সদস্যসহ ৮ জন আহত হয়েছে।

আহতরা হলেন- টানেলে কর্তব্যরত নৌ বাহিনীর সদস্য কাজী মাহবুব রনি, ফরহাদ, গাড়িচালক রোবেল, আলী মর্তুজা, রাশেদুল করিম, ফারহানা আকতার, মোহাম্মদ মুন্না ও কানসি।

আহতরা চট্টগ্রাম নগরীর খুলশি থানার লালখান বাজার এলাকার বাসিন্দা। তারা বঙ্গবন্ধু টানেলে ঘুরতে এসেছিলেন বলে ধারণা করা হচ্ছে।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. উপমা বলেন, দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বঙ্গবন্ধু টানেল প্রকল্পের সহকারী প্রকৌশলী তানভীর রিফা বলেন, সকালে ঘন কুয়াশায় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর টানেলের সিকিউরিটি বক্সের সঙ্গে ধাক্কা খায়। এতে নৌ বাহিনীর এক কর্তব্যরত সদস্য আহত হয়। টানেলের নিরাপত্তাকর্মীরা মাইক্রোবাসটিকে (চট্ট মেট্রো চ ১১-৫১৬৪) জব্দ করেন। 



National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.