× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিচার ও সংস্কারের পর নির্বাচন: উপদেষ্টা রিজওয়ানা

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

৩১ অক্টোবর ২০২৪, ২০:১৪ পিএম । আপডেটঃ ৩১ অক্টোবর ২০২৪, ২০:২৪ পিএম

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান | ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের তিনটি লক্ষ্য রয়েছে। প্রথমে জুলাই আন্দোলনে গণহত্যাকারীদের বিচার করা হবে। এর পাশাপাশি সংস্কার কাজ চলবে। এরপর নির্বাচন আয়জন করা হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে উপদেষ্টা পরিষদের বৈঠকের পর সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন তিনি।

রিজওয়ানা হাসান বলেন, আরও পাঁচটি খাত সংস্কারে কমিশন গঠন করবে সরকার। এগুলো হলো, স্বাস্থ্য খাত সংস্কার কমিশন, গণমাধ্যম সংস্কার কমিশন, শ্রমিক বিষয়ক কমিশন, নারী বিষয়ক কমিশন ও স্থানীয় সরকার কমিশন। উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

তিনি আরও বলেন, বিগত তিনটি নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। এরকম পরিস্থিতি যাতে আর না হয় সে বিষয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে। বিভিন্ন প্রকল্পের অতিরিক্ত ব্যয় রোধ ও সময়ের মধ্যে তা শেষ করার বিষয়টি তদারকি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: nationaltribune24@gmail.com

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.