নরসিংদীর শিবপুরে ট্রাকের চাপায় একটি সিএনজিচালিত অটোরিকশার চালকসহ সব যাত্রী নিহত হয়েছেন।
আজ শনিবার দুপুর ১টার দিকে শিবপুর উপজেলার পঁচারবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষনিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, অটোরিকশাটি যাত্রী নিয়ে শিবপুরের ইটাখোলা মোড় থেকে মনোহরদীর দিকে যাচ্ছিল। পথে পঁচারবাড়িতে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক ও পাঁচ যাত্রী নিহত হন। তাদের ভেতর একজন নারীও আছেন।