× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

যুবদল নেতা হত্যা মামলায় ৩ দিনের রিমান্ডে সাবেক গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২৫ অক্টোবর ২০২৪, ১৮:২৮ পিএম । আপডেটঃ ২৫ অক্টোবর ২০২৪, ১৯:৩৯ পিএম

প্রতিমন্ত্রী জাকির হোসেন

রাজধানীর মোহাম্মদপুরে যুবদল নেতা শামীম হাওলাদার হত্যা মামলায় সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, সাবেক স্বরাষ্ট্র সচিব মোস্তফা কামাল উদ্দিন আর স্বেচ্ছাসেবক লীগ নেতা জাহাঙ্গীর হোসেনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (২৫ অক্টোবর) তাদেরকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক রাজু আহম্মেদ পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মোহাম্মদপুর থেকে জাকির হোসেনকে গ্রেফতার করে পুলিশ। এদিন সকালে চট্টগ্রাম থেকে গ্রেফতার হয়েছিলেন মোস্তাফা কামাল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ২০ জুলাই মোহাম্মদপুর থানার বেড়িবাঁধ এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান শামীম হাওলাদার। এ ঘটনায় শামীমের ফুফাতো ভাই মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: nationaltribune24@gmail.com

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.