× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মুক্তাগাছা যুব মহিলা লীগ সভাপতি তনু গ্রেফতার

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৬ অক্টোবর ২০২৪, ০৬:১৬ এএম । আপডেটঃ ১৬ অক্টোবর ২০২৪, ০৬:১৬ এএম

ছবি | সংগৃহীত

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা যুব মহিলা লীগের বিতর্কিত সাবেক সভাপতি ইসরাত জাহান তনুকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় পৌর শহরের থানা গেটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। 

পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা ও বিএনপির অফিস ভাঙচুর মামলার আসামি তনু। ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে থাকার পর মঙ্গলবার তাকে (তনুকে) পৌর শহরে ঘুরাঘুরি করতে দেখে পুলিশকে খবর দেয় ছাত্র-জনতা। পরবর্তীতে তনু থানার সামনে আসলে পুলিশ তাকে গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করে থানার ওসি- মোহাম্মদ কামাল হোসেন গণমাধ্যমকে বলেন, নানা বিষয়ে বিতর্কিত ছিলেন মুক্তাগাছা যুব মহিলালীগের নেত্রী ইসরাত জাহান তনু। তার বিরুদ্ধে থানায় ছাত্র-জনতার মিছিলে হামলা ও অফিস ভাঙচুর মামলা রয়েছে। বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। 


উল্লেখ্য, একাধিক স্বামীর সংসার করা নেত্রী জাহান তনুর বিরুদ্ধে দলের নিয়ম-কানুন ভঙ্গের অভিযোগ তুলে চলতি বছর তাকে যুব মহিলালীগের পদ থেকে বহিঃস্কার করা হয়।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.