× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বদলি-ওএসডি কোনো শাস্তিই না: সিনিয়র সচিব মোখলেস

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৩ অক্টোবর ২০২৪, ২২:৩৩ পিএম । আপডেটঃ ১৩ অক্টোবর ২০২৪, ২২:৩৫ পিএম

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান বলেছেন, চৌদ্দজন সচিবকে ওএসডি করা হয়েছে। ওএসডি কোনো পানিশমেন্ট না। বেতন-টেতন নিয়ে তারা বাড়ি যাবে। বদলি করা হচ্ছে, এটাও কোনো পানিশমেন্ট না।

রোববার (১৩ অক্টোবর) দুপুরে রংপুরের পীরগঞ্জের বাবনপুরে গণআন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের কবর জিয়ারত ও তার পরিবারের সাথে সাক্ষাৎ শেষে একথা বলেন তিনি।

মোখলেস উর রহমান বলেন, ১৬ বছরের স্বৈরাচার, ফ্যাসিজমে অফিসার বাড়েনি। এখন আমরা দিতে পারছি না। ন্যূনতম যাদের যোগ্যতা আছে, তাদের পদায়ন করা হচ্ছে।

তিনি বলেন, আবু সাঈদসহ সব মামলা কোর্টে ট্রায়াল হচ্ছে। সাজার বাইরে কেউ যাবে না। আমাদের তদন্তের সাথে জাতিসংঘ কাজ করছে। সরকারও চাচ্ছে, সবক্ষেত্রে আপনারা প্রতিফলন দেখতে পাবেন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: nationaltribune24@gmail.com

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.