সাভারের আশুলিয়ায় ঘুমিয়ে থাকা যুবককে মাথায় ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। আহত হয়েছে আরও একজন। নিহতের নাম রাসেল। শনিবার আশুলিয়ার উত্তর গাজীরচট এলাকার একটি ৫ তলা ভবনের একটি ফ্লাটে এই ঘটনা ঘটে। হামলাকারী মতিন পালিয়েছে বলে জানান আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কামাল হোসেনশ্চিত করেছেন।
নিহত রাসেল সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার গারামাসি এলাকার বাবুল সরকারের ছেলে। এ ঘটনায় আহত শহিদুল সম্পর্কে রাসেলের খালু। শহিদুল দীর্ঘদিন ধরে আশুলিয়ার উত্তর গাজীরচট এলাকায় পরিবারসহ ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ জানায়, রাসেলের ছোট ভাই মাসুদ রানাকে সরকারি চাকরি দেওয়ার জন্য মতিনকে ৯ লাখ টাকা দেওয়া হয়। কিন্তু মতিন চাকরির ব্যবস্থা না করে পলাতক থাকেন। সম্প্রতি উত্তরা থেকে মতিনকে খুঁজে পান রাসেল। পরে খালু শহিদুলের বাসায় নিয়ে আসেন মতিনকে। সেখানে ৩ দিন এক রুমে রাসেল ও মতিন বসবাস করছিলেন। মতিনের লোক টাকা নিয়ে আসবে বলে তারা অপেক্ষা করতে থাকেন। মতিন শনিবার সকালে ঘুমিয়ে থাকা রাসেলের মাথায় ধারালো চাকু দিয়ে আঘাত করলে রাসেল মারা যান। রাসেলের খালু শহিদুল সকাল ৬টার দিকে রুমে ঢুকতে গেলে তাকেও আহত করে পালিয়ে যান মতিন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কামাল হোসেন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।