ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাজী রহিম উল্লাহকে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ শনিবার সন্ধ্যায় র্যাবের মিডিয়া উইংয়ের এক কর্মকর্তা এ তথ্য জানান।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ফেনী সোনাগাজী এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চালক জাফর আহাম্মদকে (৫৩) কুপিয়ে হত্যা মামলার অন্যতম আসামি রহিম উল্লাহ।
নিহত জাফরের স্ত্রী আছিয়া বেগম বাদী হয়ে সাবেক এই সংসদ সদস্যসহ ২০৫ জনকে আসামি করে ফেনী থানায় মামলাটি করেন।
র্যাব জানায়, রহিম উল্লাহকে ফেনী থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে।