× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আশুলিয়ায় অগ্নিকাণ্ডে ২২ কক্ষ ভস্মীভূত নিঃস্ব ১৬ পরিবার

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০৮ অক্টোবর ২০২৪, ১৫:৪৯ পিএম । আপডেটঃ ০৮ অক্টোবর ২০২৪, ১৫:৪৯ পিএম

ছবি | সংগৃহীত

আশুলিয়া শিল্পাঞ্চলে অগ্নিকাণ্ডে একটি শ্রমিক কলোনির ২২ কক্ষ ভস্মীভূত। আগুনে কক্ষে থাকা নগদ টাকা, স্বর্ণালঙ্কার, জমির দলিল ও সমস্ত মালামাল পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি কলোনি মালিকের। 

এ ঘটনায় ওই শ্রমিক কলোনির ১৬টি পরিবার নিঃস্ব হয়ে গেছে। তবে মহাসড়কে অবরোধ থাকায় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যেতে না পারায় এ ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার আশুলিয়ার কলতাসূতি বাড়ল এলাকায় ওই কলোনিতে গিয়ে এ তথ্য জানা যায়। 

ক্ষতিগ্রস্ত শ্রমিক কলোনি ভাড়াটিয়া সুমন, আফজাল, পাপিয়া, আবু সুফিয়ানসহ অন্যরা জানান, সকাল সাড়ে নয়টার দিকে ওই কলোনির দক্ষিণ-পূর্ব কর্ণারের একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যেই আগুন সমস্ত কলোনিতে ছড়িয়ে পড়ে। আগুনে ২২টি কক্ষে থাকা সমস্ত মালামাল পুড়ে যায়। ফায়ার সার্ভিসে খবর দিলেও তারা আসতে পারেনি মহাসড়ক অবরোধের কারণে। পরে নিজস্ব ব্যবস্থাপনাতেও আগুন নিয়ন্ত্রণে আনতে না পাড়ায় এত বড় ক্ষতি হয়েছে। 

এ ব্যাপারে ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী জানান, মহাসড়কে অবরোধ থাকায় আমরা ঘটনাস্থলে যেতে পারিনি। তবে কাশিমপুরের সারাবো ফায়ার সার্ভিস সেখানে গিয়েছিল।

বিষয় : আশুলিয়া

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.