× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কুড়িগ্রাম সীমান্তে ভারতের নাগরিক আটক

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৩ এএম । আপডেটঃ ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৪ এএম

ছবি | সংগৃহীত

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্তে অনুপ্রবেশের দায়ে ভারতের এক নাগরিককে আটক করেছে বিজিবি।

বুধবার রাত ৮টার দিকে জেলার ভুরুঙ্গামারী উপজেলার বাগভান্ডার সীমান্তের এলাকার ভোটহাট বাজার থেকে তাকে আটক করা হয় বলে বৃহস্পতিবার সকালে জানিয়েছেন ভুরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন।

আটক মোজাফফর হোসেন (৪৮) ভারতের কোচবিহার জেলার সাহেবগঞ্জ উপজেলার মাদারগঞ্জ এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আসিফুল ইসলাম সিদ্দিকী জানান, বুধবার রাতে লালমনিরহাট বিজিবির আওতাধীন বাগভান্ডার বিওপির সীমানা পিলার ৯৫৭ এর কাছে দিয়ে দুই ভারতীয় নাগরিক অনুপ্রবেশ করে।

তারা বাংলাদেশের ৬০০ গজ ভেতরে ভোটহাট বাজারে ঘোরাফেরা করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে ভাগভান্ডার বিওপি ক্যাম্পের একটি টহল দল সেখানে অভিযান চালায়।

এসময় বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে একজন দৌড়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়, অপরজনকে আটক করে বিজিবি। প্রাথমিকভাবে তিনি দাবি করেন ঔষধ কিনতে বাংলাদেশি বাজারে এসেছে।

পরে বিজিবি সদস্যরা ভারতীয়কে রাতেই ভুরুঙ্গামারী থানায় হস্তান্তর করেন।

ওসি রুহুল আমিন জানান, অনুপ্রবেশের দায়ে আটক ভারতের নাগরিকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে তাকে কুড়িগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক আয়শা সিদ্দিকা তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন বলেও জানান ওসি।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.